• ১১ অগ্রহায়ণ ,১৪৩১,25 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

টনি হকের হাত ধরে প্যারিস থেকে ইউরোবিডি২৪নিউজের পথ চলা শুরু

| ফেব্রুয়ারী 22, 2013 | 2 Comments

কমিউনিটি সংবাদ : মহান আন্তর্জাতিক মাতৃভাষা  দিবসে ইমরান মাহমুদের সম্পাদনায়  দেশ ও প্রবাসের এক সেতুবন্ধন  এই থিম নিয়ে প্যারিস থেকে যাত্রা শুরু করল   ২৪ ঘন্টার অনলাইন নিউজ পোর্টাল ইউরোবিডি২৪নিউজ।মো মাহাবুব হোসাইনের প্রাণবন্ত উপস্থাপনায়  প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নিউজ পোর্টালটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ফ্রান্সের সাবেক রাষ্ট্রদূত তোজাম্মেল হক (টনি হক)। প্রকাশনা অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফ্রান্সের স্বনাম ধন্য আইনজীবী পারেভেজ দুকি, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব   এম এ তাহের, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সভাপতি জামিরুল ইসলাম মিয়া, তুলুস বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি সেলিম সহ কমিউনিটির বিশিষ্ঠ ব্যক্তি বর্গ।এছাড়া ফ্রান্সে অবস্থিত বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিত্বরা এবং  সাংবাদিকবৃন্দ ও মিডিয়া কর্মীরা  উপস্থিত থেকে প্রকাশনা অনুষ্ঠানকে প্রণবন্ত করে তোলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বর্তমান ডিজিটাল বিশ্বে ইউরোবিডি২৪নিউজ পোর্টালটিকে বাংলা কমিউনিটিতে একটি সাহসী এবং সময়োপযোগী সংযোজন বলে ‍উল্লেখ করেন।সকলের সহযোগীতা পেলে ইউরো বিডি২৪নিউজ কমিউনিটির উন্নয়নে ব্যপক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ  ব্যক্ত করেন।

প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত সকলে ইউরো বিডি২৪নিউজ কে সর্বাত্মক সহায়তার আশ্বাস প্রদান করেন।বক্তারা বলেন সংবাদ মাধ্যম সমাজের আয়না স্বরুপ তাই ইউরো বিডি২৪নিউজ এর সংযোযনকে কমিউনিটিতে একটি মাইল ফলক বলে উল্লেখ করেন।

ইউরোবিডি২৪নিউজ এর সম্পাদক ইমরান মাহমুদ  তার বক্তব্যে বলেন দীর্ঘ্য এক বছরের তার চেষ্টা আজ সফল হওয়ায় তিনি  আনন্দিত এবং  কমিউনিটির সেভায় ইউরোবিডি কাজ করে যাবে বলে তিনি উল্লেখ করেন।তিনি বলেন ইউরোবিডি২৪নিউজ আমাদের সকলের আমাদের কমিউনিটির নিউজ পোর্টাল।

ধীরে ধীরে ইউরোবিডি২৪নিউজ ইউরোপে অবস্থিত সকল বাংলা কমিউনিটির একটি কানেকটিং মাধ্যম হিসাবে কাজ  করবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন সম্পাদক ইমরান মাহমুদ।

Category: Community France, ইউরোবিডি কমিউনিটি সংবাদ

About the Author ()

Comments (2)

Trackback URL | Comments RSS Feed

  1. Md.Safiullah Arif বলেছেন:

    Congratulation. It’s great achievement for the bangladesh community. i pray to almighty to their success.

Leave a Reply