• ৮ অগ্রহায়ণ ,১৪৩১,22 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ওয়াশিংটনে একুশে উদযাপন ২০শে ফেব্রুয়ারী

| জানুয়ারী 31, 2016 | 0 Comments

f21বিশ্বজুড়ে বাংলা: যুক্তরাষ্ট্রের গ্রেটার ওয়াশিংটন ডিসিতে ডিসি একুশে এলায়েন্স (ডিসিএ) এর ব্যানারে সপ্তমবারের মত ভাষা শহীদ দিবস উদযাপিত হবে আগামী ২০শে ফেব্রুয়ারী শনিবার সন্ধ্যা ছয়টায়।

গ্রেটার ওয়াশিংটনের নয়টি প্রবাসী বাংলাদেশী আমেরিকান সংগঠনের সমন্বয়ে ডিসি একুশে এলায়েন্স (ডিসিএ) এর ব্যানারে একুশে উদযাপনের এবারের আয়োজক  ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই ফোরাম (ডুয়াফি)।

“ডিসিএ” এর অমর একুশে উদযাপনে এবার সাংগঠনিক কাঠামোতে পরিবর্তন আনা হয়েছে। অতীতে ডিসি একুশে এলায়েন্স (ডিসিএ) এর অন্তর্ভুক্ত সংগঠনগুলির যৌথ নেতৃত্বে মহান একুশের এই আয়োজন হলেও এবারেই প্রথমবারের মত ডিসি একুশে এলায়েন্স (ডিসিএ)র অন্তর্ভুক্ত একটি সংগঠনকে আয়োজক সংগঠককে দায়িত্ব দেওয়া হয়েছে। গত ২০শে ডিসেম্বর “ডিসিএ” এর সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সিদ্ধান্ত মোতাবেক ২০১৬ সালের মহান একুশে উদযাপনের সাংগঠনিক দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই ফোরাম (ডুয়াফি)।

এ বছর মেরিল্যান্ডের  সিলভারস্প্রিংস্থ Margaret Schweinhaut Senior Center (1000 Forest Glen Road, Silver Spring, MD 20901)-এ
অমর একুশে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন হচ্ছে। ২০শে ফেব্রুয়ারী শনিবার সন্ধ্যা ছয়টা থেকে ১০টা পর্যন্ত।  ল্লেখ্য যে ডিসি একুশে এলায়েন্স (ডিসিএ) এর ব্যানারে  ভাষা শহীদ দিবস উদযাপিত হয়  মেরিল্যান্ডে। এবার দ্বিতীয়বারের মত মেরিল্যান্ডে এই উদযাপন হতে যাচ্ছে।

ঘড়ির কাটা ধরে সন্ধ্যা ছয়টায় বায়ান্নের ভাষা শহীদের স্মরণে এই ৬৪তম অমর একুশে এবং ১৭তম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন অনুষ্ঠিত হবে। বরাবরের মত এবারও একুশের আয়োজনে ব্যাপক উত্সাহ, উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে । অনুষ্ঠানের মুল আকর্ষন মঞ্চে স্থাপিত প্রতিকী শহীদ মিনারে পুষ্প স্তাবক অর্পন এবং মনোজ্ঞ  সাংষ্কৃতিক অনুষ্ঠান। দ্বিতীয় প্রজন্মের শিশু, কিশোরদের নাচ, গান আবৃত্তি ছাড়াও থাকবে বড়দের আবৃত্তি এবং গান- নাচের ফুলঝুরিতে  আশা করা যাচ্ছে একটি  উপভোগ্য অনুষ্ঠানই প্রবাসীদের সামনে উপস্থাপিত হবে।

“ডিসি একুশে এলায়েন্স (ডিসিইএ)” এর সম্মিলিত প্রয়াসের এই একুশে উদযাপন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন আমেরিকান এসোসিয়েশন অফ বাংলাদেশী ইঞ্জিনিয়ার্স এন্ড আর্কিটেক্টস (আবিয়া), বাংলাদেশ এসোসিয়েশন অফ আমেরিকা ইঙ্ক (বাই)। বাংলাদেশ এসোসিয়েশন অফ গ্রেটার ওয়াশিংটন ডিসি (বাগডিসি), বাংলাদেশ সেন্টার ফর কমিউনিটি ডেভলাপমেন্ট ইঙ্ক (বিসিসিডিআই), ধ্রুপদ, বর্ণমালা শিক্ষাঙ্গন, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই ফোরাম (কুয়াফ), ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই ফোরাম ইঙ্ক (ডুয়াফি), প্রিয়বাংলা ইঙ্ক এবং স্বদেশ বাংলাদেশ ইঙ্ক ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন  যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত এম জিয়াউদ্দিন।

Category: Notice Board, Scroll_Head_Line, বিশ্বজুড়ে বাংলা

About the Author ()

Leave a Reply