নিকোলা সারকোজী প্রথম ওয়েব রেডিও চালু করলেন।
ইউরো সংবাদঃ ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলা সারকোজী ২০১৭ সালের ফ্রান্সের জাতী্য় নির্বাচনকে মাথায় রেখে নির্বাচনী ক্যাম্পেইনের অংশ হিসাবে একটি ওয়েবরেডিও চালু করেছেন। যার মাধ্যমে তিনি যেকোন সেক্টরের মানুষের প্রশ্নের উত্তর দেবেন বলে তার ফেইস বুক স্ট্যাটাস এবং টুইটারে টুইটের মাধ্যমে জানিয়েছেন। এরই অংশ হিসাবে প্রথম দিন তিনি কথা বলেছেন ফ্রান্সের কৃষকদের সাথে। ফ্রান্সের কৃষকরা বেশ কিছু দিন ধরে তাদের বিভিন্ন দাবি দাওয়া আদায়ে আন্দোলন করে আসছে। আর তাই সারকোজী তার প্রথম ওয়েব রেডিও প্রশ্ন উত্তরের জন্য বেছেনেন কৃষি খাতকে। এ ভাবেই তিনি ফ্রান্সের বিভিন্ন সেক্টরের মানুষদের কথা শুনবেন এবং তাদের যুক্তি সংঘত উত্তরের মাধ্যমে তার দলের নির্বাচনী ইশতেহার তুলে ধরবেন ফ্রান্সের সাধারণ মানুষের সামনে।
https://soundcloud.com/nicolassarkozy/sets/fr-quence-france-1-agriculture/s-uCmSQ
Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, ব্রেকিং নিউজ, শীর্ষ সংবাদ