• ৮ অগ্রহায়ণ ,১৪৩১,22 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

জুলিয়ান অ্যাসাঞ্জেকে অবাধে চলাফেরা করতে দেয়া উচিত: জাতিসংঘ

| ফেব্রুয়ারী 6, 2016 | 0 Comments
4bhge4e1e4d243ul1_620C350

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জেকে

আন্তর্জাতিক:  জাতিসংঘের একটি প্যানেল বলেছে, উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জেকে অবাধে চলাফেরা করতে এবং স্বাধীনতা হরণের জন্য তাকে ক্ষতিপূরণ দেয়া উচিত।

 মানবাধিকার বিষয়ক পাঁচ বিশেষজ্ঞ নিয়ে গঠিত এ প্যানেল অ্যাসাঞ্জের বিরুদ্ধে মামলা করায় ব্রিটেন এবং সুইডেনের সমালোচনাও করেছে। লন্ডনে ইকুয়েডরের দূতাবাস ত্যাগে অ্যাসাঞ্জেকে ব্রিটেন এবং সুইডেন বাধা দিয়েছে উল্লেখে করে এ প্যানেল আরো বলেছে, বলপূর্বক আটকাবস্থার শিকার হয়েছেন তিনি।

 শিগগিরি অ্যাসাঞ্জের আটকাবস্থার ইতি ঘটা উচিত বলেও এ প্যানেল মন্তব্য করেছে। জাতিসংঘ প্যানেলের প্রতিবেদন প্রকাশের আগে অ্যাসাঞ্জে বলেছিলেন, এ প্যানেল যদি তার বিরুদ্ধে রায় দেয় তবে ইকুয়েডরের দূতাবাস ত্যাগ করবেন এবং ব্রিটিশ পুলিশ তাকে গ্রেফতার করতে পারবে।

 এদিকে, জাতিসংঘ প্যানেলের দেয়া রায়কে প্রত্যাখ্যান করেছে ব্রিটেন এবং সুইডেন। জাতিসংঘ প্যানেলের কাছে চিঠি লিখে এ রায়ের বিরোধিতা করবে বলে দেশ দুইটি আলাদা বিবৃতিতে জানিয়েছে।

 অ্যাসাঞ্জে আমেরিকাসহ বিশ্বের অনেক দেশের স্পর্শকাতর নথি উইকিলিকসে ফাঁস করেছেন। মার্কিন কূটনৈতিক বার্তা এবং গোপন সামরিক তথ্য প্রকাশের দায়ে ওয়াশিংটন অ্যাসাঞ্জের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনেছে। আর এ পরিপ্রেক্ষিতে অ্যাসাঞ্জে আশঙ্কা করেন, সুইডেনে ফেরত পাঠানো হলে তাকে আমেরিকার হাতে তুলে দেয়া হবে। সুইডেনে তার বিরুদ্ধে ধর্ষণের মামলা রয়েছে।

 যেকোনো সময় তাকে গ্রেফতার করা হতে পারে -এ আতঙ্কে তিনি ২০১২ সাল থেকে ইকুয়েডর দূতাবাসে অবস্থান করছেন। আটক করা গেলে তাকে সুইডেনের হাতে তুলে দিতে পারে ব্রিটেন। সুইডিশ প্রসিকিউটররা তাকে ধর্ষণের মামলায় জিজ্ঞাসাবাদ করতে চান। তবে অ্যাসাঞ্জে ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন।

 অ্যাসাঞ্জেকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে লাতিন আমেরিকার সাম্রাজ্যবাদ-বিরোধী দেশ ইকুয়েডর। দেশটির প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া বলেছেন, অ্যাসাঞ্জে কোনো পলাতক আসামি নন; মানবিক কারণে তাকে রাজনৈতিক আশ্রয় দেয়া হয়েছে।

Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক

About the Author ()

Leave a Reply