উ. কোরিয়া নানাভাবে জাতিসংঘের নিষেধাজ্ঞাকে ফাঁকি দিচ্ছে
আন্তর্জাতিক: জাতিসংঘের বিশেষজ্ঞদের একটি প্যানেল বলেছে,উত্তর কোরিয়া নানা পন্থায় এ বিশ্ব সংস্থার আরোপিত নিষেধাজ্ঞাকে ফাঁকি দিচ্ছে।
এ প্রতিবেদনে আরো বলা হয়েছে দেশটির নিষিদ্ধ অস্ত্র কর্মসূচি অব্যাহত রাখার জন্য যন্ত্রপাতি ও উপাদান বিশ্বের বিভিন্ন স্থান থেকে নানা ভাবে সংগ্রহ করছে। এ সব নিষিদ্ধ অস্ত্র সংগ্রহ করার জন্য পিয়ংইয়ং বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত আস্থাভাজন এজেন্টদের ওপর নির্ভর করছে বলে জানানো হয়েছে।
এ ছাড়া বিদেশি কোম্পানীগুলোতেও নিজ লোকদের অনুপ্রবেশ ঘটাতে পেরেছে উত্তর কোরিয়া। এতে দেশটির পক্ষে নিজ অবৈধ তৎপরতা গোপন করা সম্ভব হচ্ছে।
প্রতিবেদনে নিষেধাজ্ঞা বাস্তবায়নে কোনো কোনো দেশের রাজনৈতিক অনীহার বিষয়টি তুলে ধরা হয়েছে। এছাড়া, উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞার কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে এতে। অবশ্য উত্তর কোরিয়ার কর্মকর্তারা এখনো এ বিষয়ে মন্তব্য করেন নি।
Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, শীর্ষ সংবাদ