হল্যান্ডে বঙ্গবন্ধু ফাউন্ডেশন গঠিত
ইউরোবিডি কমিউনিটি সংবাদ: জাতির জনক, বাঙালীর শ্রেষ্ট সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ সমুন্নত রাখার লক্ষ্যে হল্যান্ডের হেগ শহরে গত ৭ ফেব্রূয়ারী ২০১৬ ‘হল্যান্ড বঙ্গবন্ধু ফাউন্ডেশন’, গঠন করা হয়। এই উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন হল্যান্ড আওয়ামী লীগের নেতা যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মুরাদ খান। সভায় সর্ব সম্মতিক্রমে জনাব ডেভিড রহমান কে সভাপতি ও জনাব শাহদাত হোসেন (তপন) কে সাধারণ সম্পাদক করে ৫৮ সদস্য বিশিস্ট এক কার্যকরী পরিষদ গঠন করা হয়।
বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কার্যকরী পরিষদের অন্যান্য সদস্যরা হলেন: সহ-সভাপতি – আপ্রুল মানিক, বিকাশ রায়, মোস্তাফা কামাল(১), মিলন বাচ্চু, মজিবুর রহমান দুলাল; যুগ্ম-সাধারণ সম্পাদক – নাসিম খান (অভি), মাসুদ রহমান, ইকরামুল হক পলাশ; সাংগঠনিক সম্পাদক – মিরাজ হোসেন, সাইফুল ইসলাম স্বপন; কোষাধ্যক্ষ -বাবুল মিয়া, দপ্তর সম্পাদক- মোহাম্মেদ আছিয়ান মেনন; মহিলা সম্পাদিকা – নাসিমা ফাল্গুনী; সহ-মহিলা সম্পাদিকা- সোনালী শেখ, সৈয়দা ওয়াফি; আইন বিষয়ক সম্পাদক- জুনাইদ সরকার; প্রচার সম্পাদক- মো: জসিম; সহ-প্রচার সম্পাদক – মো: ফারুক হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক- এম. এ. সিদ্দিকী বাপ্পি; আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক -নিপেন মল্লিক, বিজ্ঞান & প্রযুক্তি বিষয়ক সম্পাদক – মাসুদ রহমান(ছোট); মানবাধিকার বিষয়ক সম্পাদক – মোহাম্মেদ মামুন; শিক্ষা বিষয়ক সম্পাদক – মৌলভি দিল মোহামেদ । সদস্যবৃন্দ – নুরুজ্জামান চৌধুরী, শেখ গিয়াস উদ্দিন (রাজু), মো: হামিদ, আলাউদ্দিন মিঞা, সৈয়দ ওয়াফি বিন দেলোয়ার, রতন দেব, প্রাণ সাহা, পিয়াজ আহমেদ, মোস্তাফা কামাল(২), জামাল আহমেদ, জসিম উদ্দিন, মোহাম্মেদ হোসেন, মানিক হোসেন, রেবেকা সুলতানা দেলোয়ার, মোহাম্মেদ বাবু, শফিকুল আলম(স্বপন), আনোয়ার হোসেন, শাকিল আহমেদ, এরশাদ মিয়া, শাহীন আহমেদ, শহীদ হোসেন।
এ ছাড়া সভায় ফাউন্ডেশনের ১০ সদস্য বিশিস্ট একটি উপদেষ্টা কমিটিও গঠন করা হয়। উপদেষ্টা কমিটির চেয়ারম্যান হলেন বিশিস্ট সাংবাদিক বিকাশ চৌধুরী বড়ুয়া। উপদেষ্ঠা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ হলেন, মুরাদ খান, ইসমাইল হোসেন, বুলবুল জামান, সৈয়দ আবুল হাসান, সালমা ইব্রাহিম, ইমরান হোসেন, নান্টু মৃধা, টুকু খান ও জসিমউদ্দিন লিটন প্রমুখ।
Category: Scroll_Head_Line, ইউরোবিডি কমিউনিটি সংবাদ