• ১৯ অগ্রহায়ণ ,১৪৩১,03 Dec ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

শুটিংয়ে শাকিলের সোনা

| ফেব্রুয়ারী 11, 2016 | 0 Comments

image_1455_222789 স্পোর্টস: দক্ষিণ এশিয়ান গেমসের এবারকার আসরে বাংলাদেশকে চতুর্থ স্বর্ণপদকটি এনে দিয়েছেন শাকিল আহমেদ। বুধবার ৫০ মিটার পিস্তলে স্বর্ণপদক জিতেছেন এই শ্যুটার। ভারতের গুয়াহাটির শুটিং রেঞ্জে বুধবার ৫২৮ স্কোর গড়ে সপ্তম হয়ে বাছাই পর্ব পার হন শাকিল। তবে ফাইনালে সবাইকে ছাড়িয়ে যান তিনি। বাছাই পর্ব পেরোনো ৮ জনের মধ্যে ৫৫০ স্কোর নিয়ে শীর্ষে ছিলেন ভারতের ওমকার সিং। তবে চূড়ান্ত লড়াইয়ে বাজিমাত করেন শাকিল।

সবাইকে ছাড়িয়ে স্বর্ণপদক জিততে শাকিল করেন ১৮৭.৬ স্কোর। আর বাছাইয়ে সেরা ওমকার ১৮৭.৩ স্কোর নিয়ে হন দ্বিতীয় সেরা। ১৬৫.৯ স্কোর করে ব্রোঞ্জপদক পান পাকিস্তানের শ্যুটার কলিমুল্লাহ  খান।
গুয়াহাটি ও শিলংয়ে অনুষ্ঠিত এসএ গেমসের দ্বাদশ আসরে এর আগে সাঁতার থেকে দুটি এবং ভারোত্তোলন থেকে একটি স্বর্ণপদক এসেছিল।
ভারোত্তোলনে মেয়েদের ৬৩ কেজি ওজন শ্রেণিতে সেরা হয়ে বাংলাদেশকে প্রথম স্বর্ণপদক এনে দিয়েছিলেন মাবিয়া আক্তার সীমান্ত।
সাঁতারে মেয়েদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে স্বর্ণপদক জয়ের পর ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকেও সেরা হন মাহফুজা আক্তার শীলা।
১৯৯১ সালে এসএ গেমসে শ্যুটিং যোগ হয় সর্বপ্রথম। সেবার বাংলাদেশ ৩টি স্বর্ণপদক জিতেছিল। পরের আসরে নিজেদের রেঞ্জে মিলেছিল ৭টি স্বর্ণপদক।
১৯৯৫ সালের এসএ গেমসে শ্যুটিং থেকে বাংলাদেশ পেয়েছিল ৫টি স্বর্ণপদক। গত আসরেও এই ডিসিপ্লিন থেকে ৩টি স্বর্ণপদক পায় বাংলাদেশ। গত ১১টি আসরে এই ডিসিপ্লিন থেকে প্রাপ্তি ছিল ২১টি স্বর্ণপদক, ২৮টি রৌপ্যপদক এবং ৪০টি ব্রোঞ্জপদক।

Category: 1stpage, Scroll_Head_Line, স্পোর্টস

About the Author ()

Leave a Reply