• ১০ অগ্রহায়ণ ,১৪৩১,24 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

বিএনপির কাউন্সিল, লন্ডন থেকে মনোনয়ন জমা দেবেন তারেক

| ফেব্রুয়ারী 16, 2016 | 0 Comments

images36দেশের খবর: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে বিএনপির কাউন্সিলের জন্য তার পদে মনোনয়নপত্র জমা দেবেন। বিএনপির একজন নেতা তারেকের পক্ষে মনোনয়নপত্র জমা দেবেন। এর আগে বিএনপির চেয়ারপার্সন পদে কেবল নির্বাচন হতো। খালেদা জিয়া দায়িত্ব নেওয়ার পর থেকে ওই পদে তিনি প্রতিবারই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে আসছেন। এবারও তিনি চেয়ারপার্সনের পদে মনোনয়নপত্র জমা দেবেন। তার পদে আর কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকার কারণে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করা হতে পারে। এর আগে খালেদা জিয়া নির্বাচিত হয়ে অন্যান্য পদে যোগ্য নেতাদের বাছাই ও নির্বাচন করেছেন। কাউন্সিলরদের কাছ থেকে এই ব্যাপারে অনুমোদনও নিয়েছেন। এবারও বিএনপির অন্যান্য পদে নেতা নির্বাচনের জন্য বেগম খালেদা জিয়াকে দায়িত্ব দিতে পারেন কাউন্সিলররা। সেই হিসাবে নেতাদের তিনি নির্বাচন করবেন। এই ব্যাপারে তারেক রহমানের পরামর্শও নিচ্ছেন। অন্য নেতাদের তিনি নির্বাচন করলেও তারেক রহমানকে একক সিদ্ধান্তে সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাইছেন না। নির্বাচন করাতে চাইছেন।

বিএনপি চেয়ারপারসনের ঘনিষ্ঠ এক উপদেষ্টা বলেন, এর আগে বিএনপির একটি পদে নির্বাচন হলেও এবার হবে দুটি পদে। অপর পদ হচ্ছে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান। ওই পদের প্রার্থী হবেন বর্তমানে ওই পদে আসীন তারেক রহমান। তার পদের নাম পরিবর্তন করে কো-চেয়ারম্যান করার প্রস্তাব খালেদা জিয়ার কাছে বিবেচনাধীন রয়েছে। তিনি এখনও পদবী পরিবর্তনের ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করেননি। তার ঘনিষ্ঠ এক নেতা তারেক রহমানকে কো-চেয়ারম্যান করার পক্ষে মতামত তুলে ধরে বেগম খালেদা জিয়াকে বলেছেন। উত্তরে খালেদা জিয়া বলেছেন, দেখি কি করা যায়।

সূত্র জানায়, খালেদা জিয়া তারেক রহমানকে দলের ভেতরে আরো ক্ষমতাবান করতে চাইছেন। সেটা করার জন্য তার উপর দায়িত্বও আরো বাড়িয়ে দিচ্ছেন। কিন্তু ছেলের ক্ষমতা বাড়ানো নিয়ে এটা নিয়ে যাতে পরবর্তীতে কোন জটিলতা তৈরি না হয় এবং সিনিয়র নেতাদের একাংশ যারা তারেক রহমানের গুরুত্ব ওইভাবে স্বীকার করতে চান না ওই সব নেতারাও যাতে আগামী দিনে তারেক রহমানের বিরোধিতা করতে না পারেন সেটা নিশ্চিত করতে চাইছেন খালেদা জিয়া। সেই জন্য তাকে মনোনীত করে নয় নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করতে চাইছেন। যদিও তিনি জানেন যে ওই পদে দলের এমন কোন নেতা নেই যিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিতে পারেন। যদিও এখন বিএনপির কোন নেতা যাতে প্রার্থী হতে পারেন সেই জন্য পাঁচজন সমর্থকের স্বাক্ষর নেওয়ার বিধান করা হয়েছে।

খালেদা জিয়ার ঘনিষ্ঠ সূত্র জানায়, তিনি তারেক রহমানের আসন আরো পোক্ত করতে চান। তার অবর্তমানে দল পরিচালনা করবেন , তার মতো সব নেতারা তারেক রহমানের কথা মেনে নেবেন সেটাই চাইছেন।

এই ব্যাপারে তারেক রহমানের ঘনিষ্ঠ একজন বিএনপি নেতা বলেন, তারেক রহমানকে আরো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে। সেটা পদের নাম পরিবর্তন হোক বা না হোক। সেটা করার জন্য তাকে নির্বাচিত করা হবে। ওই নির্বাচনে অংশ নেওয়ার জন্য তারেক রহমানকে মনোনয়নপত্র জমা দিতে হবে। তিনি লন্ডন থেকে মনোনয়নপত্র জমা দেবেন।

এই প্রক্রিয়ায় একজন বিএনপি নেতা তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করবেন। সেটা নিয়ে তিনি লন্ডনে যাবেন এবং তারেক রহমানের স্বাক্ষর করা মনোনয়নপত্র জমা দেবেন। এরপর তার পদে কেউ প্রতিদ্বন্দ্বী থাকলে কাউন্সিলররা ভোট দিয়ে তাকে নির্বাচিত করবেন। আর প্রতিদ্বন্দ্বী না থাকলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেন, এবার দুটি পদে নির্বাচন হবে। ওই দুই পদে কেউ প্রতিদ্বন্দ্বী হবেন কিনা তা এখনও ঠিক হয় নি। তবে মনে হয় ওই দুই পদে কেউ মনোনয়ন জমা দেবেন না। তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারেন। এছাড়াও কাউন্সিলররা ম্যাডামকে দায়িত্ব দিতে পারেন অন্যান্য নেতাদের নির্বাচন করার জন্য।

তারেক রহমান এখন বিদেশে আছেন। সেখান থেকে তার মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার বিষয়টি কেমন করে হবে এই ব্যাপারে তিনি বলেন, তিনি বিদেশে থাকলেও কোন সমস্যা নেই। তার পক্ষে একজন নেতা মনোনয়নপত্র সংগ্রহ করবেন। তারপর সেটা পূরণ করিয়ে তার স্বাক্ষর নিয়ে জমা করাবেন। এই ব্যাপারে আইনী কোন বাঁধা রয়েছে কিনা কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠানোর কোন নিয়ম মানতে হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, এটা বেসরকারি একটি সংগঠনের ব্যাপার। এই সাংগঠনিক কাজের জন্য সরকারের কোন মাধ্যম হয়ে কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কাগজপত্র ও মনোনয়নপত্র আসতে হবে না। এটা তিনি যে কোনভাবেই পাঠাতে পারেন। ডাকযোগেও পাঠাতে কোন সমস্যা নেই।//আমাদের সময়

Category: 1stpage, Scroll_Head_Line, দেশের খবর, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply