• ৯ অগ্রহায়ণ ,১৪৩১,23 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনার অমর একুশে উদযাপন

| ফেব্রুয়ারী 22, 2016 | 0 Comments

IMG_3192-300x136ইউরো সংবাদ: অসাম্প্রদায়িক চেতনায় আবারও নিজেদের শাণিত করে পরম শ্রদ্ধা-ভালবাসায় ভাষা শহীদদের  স্মরণ করল অষ্ট্রিয়া প্রবাসী বাঙালিরা। অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনার প্যান এসিয়ায় অস্থায়ীভাবে নির্মিত শহীদ মিনারের বেদীতে সনিবার স্থানীয় সময় রাত ৭টা ১ মিনিটে (বাংলাদেশ সময় একুশের প্রথম প্রহরে) অষ্ট্রিয়া প্রবাসী বাঙালিরা পুষ্পাঞ্জলি অর্পণ করেন। এতে প্রবাসী বাঙালিদের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

পুষ্পাঞ্জলি অর্পণের পর রাত ৭.৩০ মিনিটে শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অষ্ট্রিয়া আওয়ামী লীগের উদ্দোগে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম। পরিচালনা করেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, অষ্ট্রিয়া প্রবাসী মানবাধিকার কর্মী, লেখক, সাংবাদিক এম. নজরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদ অষ্ট্রিয়া ইউনিট কমান্ডের কমান্ডার বায়েজিদ মীর, অষ্ট্রিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি মিজানুর রহমান শ্যামল, বখতিয়ার রানা, সাংগঠনিক সম্পাদক নয়ন হোসেন, আওয়ামী লীগ নেতা সিরাজ চৌধুরী, মোহাম্মদ আলী, কমল শেখ হালিম, কামাল পারভেজ, আবু সাইদ শেখ, আলী হোসেন, সবুজ মন্ডল, নাদিম ভূঁইয়া, শাহীন আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে এম. নজরুল ইসলাম বলেন, ‘একুশ থেকে পাওয়া সাহস ও শক্তিই ছিল আমাদের মহান মুক্তিযুদ্ধে বিজয়ের অন্যতম হাতিয়ার। সেই কারণেই একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাংলা ভাষা ও সংস্কৃতি বিকাশের সংকল্প এবং জালাও পোড়াও হত্যা, সন্ত্রাস মুক্ত জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে হবে। এটাই হোক আজকের দিনে আমাদের অঙ্গিকার’।

সভাপতির বক্তব্যে খন্দকার হাফিজুর রহমান নাসিম বলেন, ‘১৯৫২ সালের এইদিনে ভাষার দাবিতে রক্ত দিয়েছিলেন, বরকত, সালাম, জব্বার, রফিকসহ অনেকে। একুশ বাঙালিকে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছে। একুশ মানেই অন্যায়ের প্রতিবাদ করা।’

বিপুল সংখ্যক প্রবাসী বাঙালির উপস্থিতিতে অনুষ্ঠানে অমর একুশের গান, মুক্তিযুদ্ধের গান ও দেশাত্বকবোধক গান পরিবেশন করা হয়।

Category: Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরোবিডি কমিউনিটি সংবাদ

About the Author ()

Leave a Reply