• ৮ অগ্রহায়ণ ,১৪৩১,23 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ফ্রান্সের শরণার্থী শিবির থেকে ১২৯ শিশু নিখোঁজ

| এপ্রিল 26, 2016 | 0 Comments

4bk426790f59e65ms4_620C350ইউরো সংবাদ: ব্রিটেনের একটি দাতব্য সংস্থা জানিয়েছে, ফ্রান্সের অস্থায়ী শরণার্থী শিবিরের একাংশ উচ্ছেদ করার পর সেখানকার প্রায় ১২৯ শিশুকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ইরানের স্যাটেলাইট নিউজ চ্যানেল প্রেস টিভি জানিয়েছে, গতকাল (রবিবার) প্রকাশিত ব্রিটেনের ওই দাতব্য সংস্থার এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

 প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্স সরকার শরণার্থী শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। গত মাসের গোড়ার দিকে শরণার্থী শিবিরের একটি অংশ উচ্ছেদ করা হলেও অভিভাবকহীন এসব শিশুকে রক্ষায় কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। এমনকি ফরাসি কর্মকর্তারা এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়ারই প্রয়োজন বোধ করছে না। এর ফলে প্রায় ১২৯টি শিশু হারিয়ে গেছে।

 ব্রিটেনের দাতব্য সংস্থার এ প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের ওই আশ্রয় কেন্দ্রে মোট ৪,৪৩২ প্রাপ্ত বয়স্ক ব্যক্তি ও ৫১৪টি শিশু অবস্থান করছে। এর মধ্যে ২৯৪টি শিশুর কোনো অভিভাবক নেই।

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply