• ৮ অগ্রহায়ণ ,১৪৩১,23 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

রাশিয়ার কারণে ধ্বংস হতে পারে ইউরোপের দেশগুলো: পোল্যান্ড

| এপ্রিল 26, 2016 | 0 Comments
4bk442f734800466ka_620C350

পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইটোল্ড ওয়াজজিকোস্কি

ইউরো সংবাদ: পূর্ব ইউরোপে ন্যাটোর সামরিক তৎপরতা জোরদার করার আহ্বান জানিয়েছেন পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইটোল্ড ওয়াজজিকোস্কি। ইউরোপের প্রতি রাশিয়ার কথিত ‘বিদ্যমান হুমকি’ মোকাবেলায় এ আহ্বান জানান তিনি।  (শুক্রবার) স্লোভেনিয়ার রাজধানী ব্রাটিস্লাভাতে গ্লোবসেক নিরাপত্তা ফোরামের বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখেন উইটোল্ড।

 পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী তার ভাষায় বলেন, ন্যাটোভুক্ত নানা দেশের সেনা উপস্থিতি রাশিয়াকে পরাজিত করার প্রতীক হয়ে উঠবে। তিনি আরো বলেন, আগামী জুলাইয়ে ওয়ারশ’তে অনুষ্ঠেয় শীর্ষ সম্মেলনে সেনা মোতায়েনের সংখ্যা নিয়ে আলোচনা করা যেতে পারে।

 ইরাক ও সিরিয়ায় তৎপর দায়েশ সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে রাশিয়াকে তুলনা করেন তিনি। উইটোল্ড বলেন, বিদ্যমান এবং অ-বিদ্যমান হুমকির মুখে রয়েছে ইউরোপ। তিনি বলেন, রাশিয়ার তৎপরতা হচ্ছে বিদ্যমান হুমকি এবং এ কারণে ইউরোপের দেশগুলো ধ্বংস হয়ে যেতে পারে।

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply