অস্ট্রেলিয়াকে সাবমেরিন সরবরাহ করার দায়িত্ব পেল ফ্রান্স
ইউরো সংবাদ: অস্ট্রেলিয়াকে ১২টি সাবমেরিন সরবরাহ করার দায়িত্ব পেয়েছে ফ্রান্স।৪,০০০ কোটি ডলারের লোভনীয় এ চুক্তি পাওয়ার জন্য বিজয়ী দেশটিকে জার্মানি ও জাপানকে হারাতে হয়েছে। সম্প্রতি, অস্ট্রেলিয়া সামরিক খাতে যে ব্যয় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তার আওতায় এসব সাবমেরিন কিনবে ক্যানবেরা।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল জানিয়েছেন, ফ্রান্সের রাষ্ট্র নিয়ন্ত্রিত ঠিকাদার প্রতিষ্ঠান ডিসিএনএস গ্রুপ জার্মানির টিকেএস কোম্পানিকে হারিয়ে সাবমেরিন সরবরাহ করার চুক্তিটি জিতে নিয়েছে। তিনি জানান, এসব সাবমেরিন অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে তৈরি করা হবে এবং তাতে অস্ট্রেলিয়ার স্টিল ব্যবহার করা হবে। সাবমেরিনগুলো ২০৩০ সালের মধ্যে সমুদ্রে নামবে বলে তিনি জানান।
এশিয়া-প্রশান্ত মহাসাগরে অস্ট্রেলিয়ার কৌশলগত স্বার্থ রক্ষার জন্য এসব সাবমেরিন বানানো হচ্ছে বলেও প্রধানমন্ত্রী ম্যালকম জানান। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনকে মোকাবেলা করার জন্য সাম্প্রতিক বছরগুলোতে আমেরিকা ও তার মিত্ররা ওই অঞ্চলে সামরিক উপস্থিতি জোরদার করেছে।
Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, শীর্ষ সংবাদ