মুস্তাফিজুর বিশ্বে নাম্বার ওয়ান: প্রধানমন্ত্রী
স্পোর্টস: ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘মুস্তাফিজ বিশ্বে নাম্বার ওয়ান।’
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে একনেক সভায় প্রধানমন্ত্রী মুস্তাফিজের প্রশংসা করেন। পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল একনেক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান। মুস্তাফিজের খেলায় প্রধানন্ত্রীর প্রশংসা উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘মুস্তাফিজ জাতীয় বীর। তিনি বাংলাদেশকে অনেক উচ্চতায় নিয়ে গেছেন। সম্মানিত করেছেন। আমাদের প্রশংসিত করেছেন। ক্রিকেটে মুস্তাফিজের অবদানের জন্য জাতি হিসেবে আমরা গর্বিত।’
সভায় শেখ হাসিনা বলেন, ‘মুস্তাফিজ দেশের জাতীয় সম্পদ। সে দেশকে অনেক উঁচুতে নিয়ে গেছে। মুস্তাফিজ বিশ্বে নাম্বার ওয়ান। তার সফলতার জন্য দেশবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাই।’
মুস্তাফিজুর রহমান প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, আইপিএলে ৪ ওভার বল করে মাত্র ৯ রান দিয়েছেন, সঙ্গে দুটি উইকেট ও একটি মেডেন ওভার। এটা কখনো কল্পনা করা যায় না। বিশ্বে এমন বোলার আর নেই। তিনি ৪০ বছর ক্রিকেট খেলার সঙ্গে সম্পৃক্ত। তিনি হলফ করে বলতে পারেন ওর (মুস্তাফিজ) মতো বোলার আর নেই। টি-টোয়েন্টি খেলায় এমন বোলিং ফিগার আর আসবে না। দেশকে মুস্তাফিজ অনেক কিছু দিয়েছে। তিনি দোয়া করেন মুস্তাফিজ যেন তার ফর্ম ধরে রাখতে পারে।
তিনি আরো বলেন, আইপিএলে মুস্তাফিজ একমাত্র খেলেয়াড় যে বাংলা ভাষায় নিজের কথা ব্যক্ত করেছেন। এমন আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। মুস্তাফিজ বাংলাদেশ ও বাংলা ভাষার মর্যাদা বিশ্বের বুকে বাড়িয়ে দিয়েছেন। মুস্তাফিজ যুব সমাজের প্রেরণা।
Category: 1stpage, Scroll_Head_Line, স্পোর্টস