• ৯ অগ্রহায়ণ ,১৪৩১,23 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

বাংলাদেশ পূজা উদযাপন প্যারিস ফ্রান্স এর সাধারন সভা

| এপ্রিল 26, 2016 | 0 Comments

04122016_01_FRANCE_PUJAইউরোবিডি কমিউনিটি সংবাদ: সকল অপশক্তিকে প্রতিহত করে আগামীতে বাংলাদেশ পূজা উদযাপন প্যারিস ফ্রান্স তার লক্ষে পৌছাবে বলে অভিমত জানিয়ে গত রোববার প্যারিসের লাকর্ণভে প্যারিস বুম্বে রেষ্টুরেন্টে আয়োজিত সাধারন সভায় এ অভিমত ব্যক্ত করেন বক্তারা ।

সংগঠনের সভাপতি রতিশ দেব জ্যোতিষের সভাপতিত্বে ও সাংস্কৃতিক সম্পাদিকা সুমা দাসের পরিচালনায় এ সাধারণ সভায় বক্তব্য রাখেন উপদেষ্ঠা দিপঙ্কর রায় করুনা, মানিক লাল দাস, অজয় দাস, পরিমল দাস,বিধান দাস, বাসুদেব বনিক , বিভা রানী বিশ্বাস,দুলাল চন্দ ,রাধা দেব । এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সঞ্জয় দেব মন্টু ,গিতন চৌধুরী ,সুবল দেব ,সুমন দেব ,শিল্পী দাস, গোপাল চন্দ্র দে ,এডভোকেট রামেন্দ্র চন্দ, পার্থ দাস,শ্যামল দাস,অঞ্জন আইন,বিপ্লব রায় সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা আগামীতে পূজা পার্বন পালনে সকলের সহযোগীতা কামনা করেন ও সভাপতির বক্ত্যব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Category: Community France, Scroll_Head_Line, ইউরোবিডি কমিউনিটি সংবাদ

About the Author ()

Leave a Reply