মন্ত্রি কন্যার নাম রাখতে প্রধানমন্ত্রীকে অনুরোধ
দেশের খবর; মন্ত্রিসভার সদস্যদের মিষ্টি মুখ করিয়ে প্রথমবার বাবা হওয়ার আনন্দ ভাগ করে নিলেন রেলপথমন্ত্রী মুজিবুল হক। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে রেলমন্ত্রী সবাইকে মিষ্টিমুখ করান। এসময় মন্ত্রিসভার সদস্যরা মুজিবুল হককে অভিনন্দন জানান।
এ সময় প্রধানমন্ত্রী জানতে চান, নবজাতকের নাম রাখা হয়েছে কি না। জবাবে রেলমন্ত্রী বলেন, ‘এটা আপনার জন্য রেখে দিয়েছি।’ তখন ৬৯ বয়সী এ বাবাকে মনে করিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘নাম রাখার দায়িত্বটা বাবা-মায়ের’।
এর আগে ২৮ মে বেলা পৌনে তিনটায় রাজধানীর স্কয়ার হাসপাতালে রেলমন্ত্রী মুজিবুল হকের স্ত্রী হনুফা আক্তার রিক্তা কন্যা সন্তানের জন্ম দেন। ওই সময় বাবা হওয়ার সুসংবাদটি জানিয়ে রেলমন্ত্রী মুজিবুল হক সবার কাছে দোয়া চান।
তিনি বলেন, ‘আল্লাহর রহমতে মেয়েসন্তানের বাবা হয়েছি, সবার দোয়া চাই।’
উল্লেখ্য, চিরকুমার মুজিবুল হক ২০১৪ সালের ৩১ অক্টোবর ৬৭ বছর বয়সে রিক্তাকে (৩২) বিয়ে করে তার নিঃসঙ্গ জীবনের অবসান ঘটান। এ ঘটনায় দেশজুড়ে তুমুল আলোড়ন সৃষ্টি হয়।
Category: 1stpage, Scroll_Head_Line, দেশের খবর