লিবিয়া উপকূলে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ব্রিটেন
ইউরো সংবাদ: মানব পাচার রোধ ও অস্ত্র চোরাচালান বন্ধের নামে লিবিয়া উপকূলে যুদ্ধজাহাজ পাঠানোর পরিকল্পনা নিয়েছে ব্রিটেন। এরইমধ্যে জাহাজ পাঠানোর বিষয়ে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে বলে খবর দিচ্ছে বার্তা সংস্থাগুলো।
জাপানে অনুষ্ঠানরত শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি-৭ এর শীর্ষ সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা থেকে ভূমধ্যসাগর হয়ে ইউরোপে শরণার্থীর ঢল থামাতে পদক্ষেপ নিতে এই ব্যবস্থা নেয়া হবে।
ব্রিটিশ সরকারের এক মুখপাত্র এ কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্রিটেন এরইমধ্যে লিবিয়া উপকূলে শরণার্থী পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য চারটি জাহাজ পাঠিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ব্রিটিশ জাহাজ শরণার্থী বোঝাই নৌকা ও অস্ত্রবাহী যানকে টার্গেট করবে।
যদি ব্রিটেন নতুন করে লিবিয়া উপকূলে যুদ্ধজাহাজ পাঠায় তাহলে ব্রিটিশ নৌবাহিনী জাতিসংঘের অনুমোদন নিয়ে লিবিয়ায় হস্তক্ষেপ করতে পারবে। বিষয়টি জানিয়েছে ব্রিটেনের প্রভাবশালী পত্রিকা গার্ডিয়ান।
Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ -UK, শীর্ষ সংবাদ