ইউরো কাপে স্টেডিয়ামে মোরগ নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা।
ইউরো সংবাদ: ফ্রান্সে পাবলিক পরিবহনে অনির্দিষ্ট হরতাল এবং অতি বৃষ্টির ফলে বন্যার প্লাবন মুখে নিয়েই স্বাগতিক ফ্রান্সকে আয়োজন করতে হচ্ছে ইউরো কাপ-২০১৬। যা চলবে ১০জুন থেকে ১০ জুলাই পর্যন্ত।
ফরাসি ফুটবল প্রেমিদের কাছে হরতাল আর বন্যার চেয়েও ভয়াবহ খবর হল এবার তারা মোরগ নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতে পারছেনা। এ বিশেষ ধরণের মোরগটি(Le coq) ফ্রান্সের জাতীয় প্রাণী হিসাবে গণ্য। যা ২০০৬ সালে ফ্রান্স ফুটবল দলের লোগোতে অন্তর্ভুক্ত করা হয়।
Clement d’antibes যার আসল নাম Clement Tomaszewski, জন্মেছেন আলজেরিয়ায়। যাকে ফ্রান্স ফুটবল দলের সর্বোচ্ছ সাপোর্টার হিসাবে গণ্য করা হয়। এমনকি তাকে ফ্রান্স ফুটবল দলের দ্বাদশ খেলোয়াড়ও বলা হয়। বিগত বেশ কয় বছর তিনি স্টেডিয়ামে মোরগ নিয়ে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ যোগাতেন। এবার নিরাপত্বার অযুহাতে বাঁধ সাঁধল ফুটবল এ্যাসোসিয়েশন।
ইউরোপীয় ইউনিয়ন ফুটবল এ্যাসোসিয়েশন এক চিঠিতে নিরাপত্বা জনিত কারণে এ নিষেধাজ্ঞার কথা জানিয়েছে।
ফ্রান্স ফুটবল দলের সবচেয়ে বড় প্রেমিক Clement d’antibes এএফপি কে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন তার মোরগ প্রবেশের অনুমতি না দিলে তিনি স্টেডিয়ামে যাবেন না।
Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, শীর্ষ সংবাদ