• ৮ অগ্রহায়ণ ,১৪৩১,22 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ফ্রান্সে রাষ্ট্রীয় জরুরি অবস্থার মেয়াদ আরো ছয় মাস বাড়ল

| জুলাই 21, 2016 | 0 Comments

13691114_1348530118509641_5147711842054551011_oইউরো সংবাদ: ফ্রান্সের জাতীয় সংসদ আরো ছয় মাসের জন্য রাষ্ট্রীয় জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়েছে। গত সপ্তাহে নিস শহরে সন্ত্রাসী হামলার পর দেশটির সংসদ এ সিদ্ধান্ত নিল। এ নিয়ে চতুর্থবারের মতো ফরাসি  সংসদ জরুরি অবস্থার মেয়াদ বাড়াল।

ফ্রান্সের জাতীয় সংসদের নিম্ন কক্ষ ‘ন্যাশনাল অ্যাসেম্বলি’র সদস্যরা বুধবার কয়েক ঘণ্টা বিতর্ক শেষে জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর পক্ষে ভোট দেন। গত নভেম্বর মাসে রাজধানী প্যারিসের ছয়টি জায়গায় একযোগে সংঘটিত সন্ত্রাসী হামলায় অন্তত ১৩০ জন নিহত ও ৩৫০ জন আহত হওয়ার পর ফ্রান্স সরকার দেশটিতে রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করে। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ এ ঘটনার দায় স্বীকার করেছিল।

নতুন করে মেয়াদ বাড়ানোর ফলে ফ্রান্সে জরুরি অবস্থা শেষ হবে ২০১৭ সালের জানুয়ারি মাসে। জরুরি অবস্থা বহাল থাকার কারণে ফরাসি সরকার আদালতের নির্দেশ ছাড়াই যেকোনো ব্যক্তিকে গৃহবন্দী করে রাখতে পারে। এছাড়া, ওয়ারেন্ট বাদেই যেকোনো ব্যক্তিকে তল্লাশি করা যায়।

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, ব্রেকিং নিউজ, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply