ফ্রঁসোয়া ফিলোর উল্লেখ যোগ্য ৮টি নির্বাচনী অঙ্গীকার।
ইউরোবিডি ডেস্ক: রিপাবলিকান দলের প্রাথমিক প্রার্থী বাছাইয়ের ১ম ধাপে এগিয়ে থাকা ফ্রঁসোয়া ফিলোর উল্লেখ যোগ্য ৮টি নির্বাচনী অঙ্গীকার নিচে দেয়া হল যা তিনি ২০১৭ সালের ফ্রান্সের জাতীয় নির্বাচনে জয়ী হলে বাস্তবায়ন করবেন বলে তার নির্বাচনী ইশতেহারে উল্লেখ করেছেন।
১) ৫ বছরে সরকারী ব্যয় থেকে ১০০ বিলিয়ন ইউরো সাশ্রয় করা।
২) সাপ্তাহিক কাজের সময় সীমা সরকারী ও বেসরকারি উভয় ক্ষেত্রে ৩৫ ঘন্টা থেকে ৩৯ ঘন্টায় ফিরিয়ে আনা।
৩) অবসরের বয়স সীমা ৬৫তে নামিয়ে আনা।
৪) সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ফ্রান্সের কৃষিখাতকে আগের মত ইউরোপের মধ্যে প্রথম স্থানে ফিরিয়ে আনা।
৫) নিরাপত্তা, প্রতিরক্ষা ও বিচার ব্যবস্থায় ১২ বিলিয়ন ইউরো অধিক বরাদ্দ করা।
৬) যে সকল ফরাসি নাগরিক বিদেশী কোন রাষ্ট্রের সন্ত্রাসী সংগঠনের সাথে যোগ দিতে সন্ত্রাসীদের নিয়ন্ত্রিত কোন এলাকায় যাবে, তাদের ফ্রান্সের ভৌগলিক সীমা রেখার ভেতর প্রবেশে নিষেধাজ্ঞা।
৭) অভিবাসীর সংখ্যা কমাতে কোটা পদ্ধতি চালু করা এবং বৈধ অভিবাসীদের প্রথম দু বছর কোন ধরণের রাষ্ট্রীয় অর্থ প্রদান না করা।
৮) প্রাথমিক শিক্ষার বাধ্যতামূলক বয়স ৬বছর থেকে নামিয়ে ৫ বছরে নিয়ে আসা।
Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, শীর্ষ সংবাদ