ফ্রান্স আ.লীগের(কাশেম-মুজিব) কার্যকরী সভায় প্রধানমন্ত্রীর জন্য দোয়া
ইউরোবিডি কমিউনিটি সংবাদ:
সেলিম উদ্দীন: ফ্রান্স আওয়ামী লীগের কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে রোববার। ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি পরিচালনা করেন ফ্রান্স আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: মুজিবুর রহমান। সভায় বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি মো: আবুল কাশেম, উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন আহমেদসহ দলের সহ সভাপতিবৃন্দ, উপদেষ্টাগন, যুগ্ম সাধারন সম্পাদকগন, সাংগঠনিক সম্পাদকগন সহ সম্পাদক মন্ডলী এবং নির্বাহী কমিটির সম্মানিত সদস্যরা।
সভায় বিজয় দিবস উদযাপন এবং আগামী ১৮ ডিসেম্বর অভিষেক অনুষ্ঠানের বিষয়ে আলোচনা হয়। দলের ঐক্য সমুন্নত রাখার জন্য সকল মতভেদ দুর করার জন্য আহবান জানান বক্তারা। সরকার পরিচালনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন পদক্ষেপ তুলে ধরার বিষয়ে মুল্যবান মতামত ব্যক্ত করেন বক্তারা। সভার শেষ পর্বে প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ফ্রান্স আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি মো: আবুল কাশেম।
Category: Community France, Community news 1st page, Scroll_Head_Line, ইউরোবিডি কমিউনিটি সংবাদ