মিশরের রাজধানী কায়রোতে একটি গির্জার পাশে বিস্ফোরণে ২০ জন নিহত
আন্তর্জাতিক: মিশরের রাজধানী কায়রোতে একটি গির্জার পাশে বিস্ফোরণে ২০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩৫ জন। প্রাথমিকভাবে এটি বোমা বিস্ফোরণ বলে মনে করা হচ্ছে, তবে এখনও তা নিশ্চিত নয়।
স্থানীয় সময় রোববার (১১ ডিসেম্বর) ভোরে এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবরে বলা হয়, কায়রোর অ্যাব্বাসিয়া জেলার একটি গির্জার পাশে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এ হামলার লক্ষ্যবস্তু কী ছিলো, তাৎক্ষণিকভাবে বিষয়টি পরিষ্কার নয়। কারা এ হামলা চালিয়েছে সেটাও জানা যায়নি।
বিস্ফোরণের পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে অভিযান চলছে।
গির্জাটির কর্মচারী আতিয়া মাহরুস জানান, তিনি বিস্ফোরণের শব্দ শোনার পর ঘটনাস্থলে অনেকগুলো মরদেহ পড়ে খাকতে দেখেছেন। মরদেহগুলোর মধ্যে বেশির ভাগই নারী।//banglanews24
Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, শীর্ষ সংবাদ