• ৮ অগ্রহায়ণ ,১৪৩১,22 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ঝিনাইদহের টুকরো খবর

| ডিসেম্বর 13, 2016 | 0 Comments

দেশের খবর:জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহ

vata-picঝিনাইদহের মহেশপুরে পরিবেশ অধিদপ্তরের ম্যাজিষ্ট্রেট ভেঙ্গে দিয়েছে অবৈধ ইটের ভাটা:

ঝিনাইদহের মহেশপুরে অবৈধ ভাবে টিনের চিমনি দিয়ে ইটের ভাটা তৈরী আর কয়লার পরিবর্তে ভাটা গুলোতে কাঠ পোড়ানোর অপরাধে সোমবার দুপুরে খুলনার পরিবেশ অধিদপ্তরের ম্যাজিষ্ট্রেট ইশরাজ জাহান ৫টি ইটের ভাটা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। এ মসয় মহেশপুর উপজেলার ৭টি ইটের ভাটায় বিভিন্ন অনিয়মের কারনে ৩ লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।

পরিবেশ অধিদপ্তরের ম্যাজিষ্ট্রেট ইশরাজ জাহান জানান, অবৈধ ভাবে টিনের চিমনি দিয়ে ইটের ভাটা তৈরী আর কয়লার পরিবর্তে ভাটা গুলোতে কাঠ পোড়ানোর অপরাধে মহেশপুরের পাতিবিলার র‌্যাডো ব্রিকম্,নস্তি গ্রামের শাকিল ব্রিকস্, নেপার মাসুম ব্রিকস, ভাষনপোতার সোবাহান ব্রিকস ও জিন্নহনগরের সোহাগ ব্রিকস্ ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় ৭টি ইটের ভাটা থেকে মোট ৩ লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী রওশর ইসলাম, পরিবেশ অধিদপ্তরের যশোরের সহকারী পরিচালক আতাউর রহমান, থানার এএসআই মুরাদ হোসেন ও কোটচাঁপুর ফায়ার সার্ভিসেরএকটি টিম।
pic-jhenaidah-4ঝিনাইদহে শ্রেষ্ঠ জয়িতা নারী পুরস্কিত হল বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে:
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে জয়িতা অন্বেষণে বাংলাদেশ উপলক্ষ্যে গতকাল সোমবার সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে একসভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় ৫ জন শ্রেষ্ঠ জয়িতা নারীকে সনদ ও ক্রেস্ট দিয়ে পুরস্কিত করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশাফুর রহমানরে সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ড. আব্দুল মালেক গাজী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন, মহেশপুর মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, পৌর ল্যাব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম খাইরুল আনাম, মহেশপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন কুমার মজুমদার প্রমুখ।

পরে ৫ জন শ্রেষ্ঠ জয়িতা নারীকে সনদ ও ক্রেস্ট দিয়ে পুরস্কিত করা হয়। ৫ জন নারীর মধ্যে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী কাজিরবেড় গ্রামের শারমিন সুলতানা, শিক্ষা ও চাকুরীরির ক্ষেত্রে সাফল্য অর্জন কারী বাথানগাছী গ্রামের রনি খাতুন, সফল জননী নারী জলিলপুর গ্রামের রহিমা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী হানিফপুর গ্রামের আঞ্জুয়ারা বেগম ও সমাজ উন্নয়নে অসামন্য অবদান রেখেছেন যে নারী ভাটপাড়া গ্রামের কোহিনুর বেগম। এর পর্বে উপজেলা পরিষদ চত্তরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে ঘন্টা ব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সবশ‌েষে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উপলক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশাফুর রহমানের সভাপতিত্বে এক আলোচন সভা অনুষ্ঠিত হয়।

ঝিনাইদহের কালীগঞ্জে এবার সাতশ পিচ ইয়াবাসহ গ্রেফতার ১:
ঝিনাইদহ কালীগঞ্জ থেকে র‌্যব ৭০০ পিচ ইয়াবা সহ ইবরাহিম (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। রোবিবার রাত ১০টার দিকে কালীগঞ্জ চিনিকল এলাকার বাবরা সড়ক থেকে তাকে আটক করে। আটক ইবরাহিম কালীগঞ্জ উপজেলার খালকুলা গ্রামের জলিল উদ্দীনের ছেলে।

কালীগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যবের একটি দল ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট ইয়াবাসহ ইবরাহিম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে থানায় শপর্দ করে। এনিয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।

ঝিনাইদহে নারী নির্যাতন নির্মূলকরণে মানবpic-jhenaidah-5বন্ধন :
“রঙিন পৃথিবীর রঙিন আলো, সকল নারী থাকুক ভালো” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নারী নির্যাতন নির্মূলকরণ প্রচারাভিযান পক্ষ উপলক্ষে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও ব্রাকের আয়োজনে শহরের পায়রাচত্বরে এ কর্মসূচী পালন করা হয়।

ঘন্টাব্যাপী এই মানবন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন, মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সভাপতি আমিনুর রহমান টুকু, জেলা ব্রাক প্রতিনিধি শফিকুল ইসলাম। কর্মসূচীতে সরকারী, বেসরকারী কর্মকর্তা, শিক্ষক ও সুশীল সমাজসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সেসময় বক্তারা নারী নির্যাতন বন্ধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

pic-jhenaidah-1ঝিনাইদহে সড়ক নিরাপত্তায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত:
ঝিনাইদহে সড়ক নিরাপত্তামুলক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও বিআরটিএ’র আয়োজনে সোমবার সকালে শহরের পুরাতন ডিসিকোর্ট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঝিনাইদহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, বিআরটিএ খুলনা বিভাগীয় উপ-পরিচালক প্রকৌশলি জিয়াউর রহমান, জেলার ইসলামিক ফাউন্ডেশন এর উপ-পরিচালক সুলতান আহম্মেদ, নিসচা’র সভাপতি সুর্ষেন্দ কুমার ভৌমিক, ট্রাফিক ইন্সপেক্টর কৃষ্ণপদ সরকার, জেলা বিআরটি’র সহকারী পরিচালক আলী আহসান মিলন, বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি রোকনুজ্জামান রানু। ব্যবসায়ী, চালকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা, সড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করতে সচেতনতা বাড়ানোর তাগিদ দেন।

pic-jhenaidah-3ঝিনাইদহে কৃষকের তিনশ কলাগাছ কেটে দিয়েছে দুবৃত্তরা:
ঝিনাইদহ সদর উপজেলার ডেফলবাড়ীয়া গ্রামের এক কৃষকের ধরন্ত সাড়ে ৩’শ কলাগাছ কেটে দিয়েছে দুবৃত্তরা । সোমবার গভীর রাতে ঝিনাইদহ ডেফলবাড়ীয়া গ্রামের পশ্চিমপাড়া মাঠে এ ঘটনা ঘটে।

কৃষক সিরাজ আলী মন্ডল জানায়, অন্যের জমি লিজ নিয়ে টাকা ধার করে ১৩ কাঠা জমিতে কলার আবাদ করেন তিনি। কলা গাছের ফলও ভালো হয়েছিল। কিছু দিনের মধ্যে কলার কাঁদি কেটে বিক্রি করতে পারতেন তিনি। কিন্তু কে বা কারা রাতে তার জমির সাড়ে ৩’শ কলাগাছ কেটে দিয়েছে। ১২ ডিসেম্বর সোমবার সকালে এলাকাবাসী খবর দিলে মাঠে এসে তিনি দেখেন তার জমির কলাগাছ মাটিতে লুটিয়ে পড়ে আছে। কলার কাঁদি কেটে ফেলা হয়েছে। অন্যের নিকট থেকে টাকা ধার করে তিনি কলা চাষ করেছিলেন। কিছুদিন পরই প্রতি কাঁিদ আড়াইশ থেকে তিনশ টাকা বিক্রি করতে পারতেন তিনি। কিন্তু কে বা কারা তার কলাগাছ কেটে দিয়েছে। এতে তিনি চরম ক্ষতিগ্রস্থ হয়েছে।

স্থানীয় একজন কৃষক জানান, অনেক কষ্ট করে কৃষক সিরাজ উদ্দিন মন্ডল কলাগাছ লাগিয়েছিল। ফসলের সাথে এ ধরনের শত্রুতা যারা করেছেন তাদের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করেন তিনি। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার বলেন, কলা গাছ কাটার ঘটনাটি শুনেছি। ক্ষতিগ্রস্থ কৃষক অভিযোগ দিলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

OLYMPUS DIGITAL CAMERAঝিনাইদহে কর্মী সমাবেশ অনুষ্ঠিত আওয়ামী মহিলা লীগের:
ঝিনাইদহে বাংলাদেশ আওয়ামী মহিলা লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী মহিলা লীগের উদ্যোগে সোমবার দুপুরে পৌর ভবনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী মহিল লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য নুরজাহান বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য পারভীন জামান কল্পনা।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর সভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, বাংলাদেশ আওয়ামী মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহমুদা, শিক্ষা ও পাঠ্যক্রম বিষয়ক সম্পাদক শিখা চক্রবর্তী, ঢাকা মহানগর দক্ষিণের প্রচার সম্পাদক লিপি বেগম, উত্তরের বনানী থানার সহ-সভাপতি মরিয়ম বিনতে হুসাইন খেয়া।

জেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক খালেদা খানম এর পরিচালনায় সেসময় জেলা আওয়ামী লীগ, কেন্দ্রীয় মহিলা লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা, ২০১৯ সালের নির্বাচনে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করার জন্য তৃণমুল পর্যায়ের মহিলা লীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

Category: Scroll_Head_Line, দেশের খবর

About the Author ()

Leave a Reply