জার্মানির বার্লিনে ক্রিস্টমাস মার্কেটে ট্রাক হামলায় নিহত ৯, আহত অর্ধশত
ইউরো সংবাদ: জার্মানির বার্লিন শহরের এক জনাকীর্ণ বাজারে ট্রাক হামলায় নয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় অর্ধশত মানুষ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ বলছে, ভিডিও ফুটেজের দৃশ্যে এটি সুপরিকল্পিত হমলা বলে মনে হয়। হামলাটির পর সেখানে জনগণ আহত অবস্থায় শুয়ে থাকতে দেখা যায়।
দেশটির স্থানীয় এক টেলিভিশনের মুখপাত্র জানান, আসন্ন বড়দিন উপলক্ষে একটি বাজারে (ক্রিস্টমাস মার্কেটে) একটি ট্রাক জনতার ওপরে উঠে যায়। এতে সন্দেহভাজন ট্রাকচালককে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।
এর আগে গত জুলাই মাসে ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় নিস শহরে বাস্তিল দিবসের উৎসবে সমেবত জনতার ওপর ট্রাক হামলা চালানো হয়। ওই হামলায় শিশুসহ অন্তত ৮৪ জন নিহত হয়। বার্লিনের এই ট্রাক হামলা একই কায়দার করা হয়েছে বলে অনেকে মনে করছেন।
Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - German, ব্রেকিং নিউজ, শীর্ষ সংবাদ