রেকর্ড গড়ল ‘দঙ্গল’
বিনোদন: বলিউডে রেকর্ড গড়ার মাস্টার একজনই- তিনি আমির খান। তার অভিনীত একেকটা ছবি মানেই বক্স অফিসের রেকর্ড ভাঙা-গড়ার খেলা। এবার সিনেমা ব্যবসায়ীদের ক্ষতির হাত থেকেও বাঁচালেন ‘মিস্টার পারফেক্টশনিস্ট’। তাই হৃদয়গ্রাহী এক চিঠি দিয়ে তাকে ধন্যবাদ জানালেন সিনেমা হলের মালিকরা।
এদিকে এক মাস না পেরোতেই বলিউড বক্স অফিসে নতুন ইতিহাস সৃষ্টি করল আমির খানের ‘দঙ্গল’। নিতেশ তিওয়ারি পরিচালিত ছবিটি শুধু একের পর এক রেকর্ডই ভাঙেনি, এটি হয়ে গেছে ভারতীয় চলচ্চিত্রশিল্পের সর্বকালের সবচেয়ে ব্যবসাসফল ছবি। বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ জানিয়েছেন, বলিউড বক্স অফিসে ৩৭৫ কোটি রুপি আয়ের মাইলফলক ছাড়িয়ে গেছে দঙ্গল (২১ জানুয়ারি পর্যন্ত)। মুক্তির ২৯ দিনে এর আয় হয়েছে ৩৭৬ কোটি ১৪ লাখ রুপি। শুধু তা-ই নয়, রাজকুমার হিরানি পরিচালিত আমিরের আরেক ছবি ‘পিকে’র বিশ্বব্যাপী সর্বোচ্চ ব্যবসার রেকর্ডকেও (৭৯২ কোটি রুপি) হুমকির মুখে ফেলেছে দঙ্গল। বলিউডের ৩৭৬ কোটি ১৪ লাখ রুপির সঙ্গে তামিল ও তেলেগু সংস্করণ মিলিয়ে এটি আয় করেছে ৫২৬ কোটি ৫৯ লাখ রুপি। ভারত ও বহির্বিশ্ব মিলিয়ে ছবিটির মোট আয় হয়েছে ৭২৪ কোটি ২৯ লাখ রুপি। দঙ্গলে কুস্তিগির মহাবীর সিং ফোগাট চরিত্রে আমির খানের ক্যারিয়ার সেরা অভিনয় দর্শক ও সমালোচক সবার ভূয়সী প্রশংসা কুড়িয়েছে। ছবিটির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছে ফাতিমা সানা শেখ ও সানিয়া মালহোত্রার। তারা অভিনয় করেছেন মহাবীরের দুই কুস্তিগির কন্যা গীতা ও ববিতার ভূমিকায়। ছবিটিতে গীতা ও ববিতার কিশোরী বয়সের চরিত্রে কাজ করেছেন জায়রা ওয়াসিম ও সুহানি ভাটনগর। মহাবীরের স্ত্রীর ভূমিকায় আছেন সাক্ষী তানওয়ার। এটি প্রযোজনা করেছে ওয়াল্ট ডিজনি পিকচার্স স্টুডিও। খবর হিন্দুস্তান টাইমস ও ইন্ডিয়া টুডে।
‘দঙ্গল’ ছবির যত রেকর্ড
৫০ কোটি রুপি : দ্বিতীয় দিন
১০০ কোটি রুপি : তৃতীয় দিন
১৫০ কোটি রুপি: পঞ্চম দিন
২০০ কোটি রুপি : অষ্টম দিন
২৫০ কোটি রুপি : দশম দিন
৩০০ কোটি রুপি : ১৩তম দিন
৩৫০ কোটি রুপি : ১৯তম দিন
৩৭৫ কোটি রুপি : ২৯তম দিন
Category: 1stpage, Scroll_Head_Line, বিনোদন