এক নজরে বেনোয়া আমো ও ম্যানুয়াল ভালের উল্লেখ যোগ্য প্রস্তাব সমূহ
ইউরো সংবাদ: ২২ জানুয়ারি রবিবার ফ্রান্সের জাতীয় নির্বাচনের জন্য বাম পন্থিদের প্রার্থী বাছাইয়ের প্রথম ধাপে বেনোয়া আমো ও ম্যানুয়াল ভাল্ নির্বাচিত হয়েছেন দ্বিতীয় ও চূড়ান্ত ধাপের জন্য। যা অনুষ্ঠিত হবে আগামী ২৯ জানুয়ারি রবিবার। প্রথম ধাপে প্রায় ৩৬ শতাংশ ভোট পেয়ে প্রথম হয়েছেন ৪৯ বছর বয়সী সাবেক শিক্ষা মন্ত্রী বেনোয়া আমো এবং প্রায় ৩২শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন ৫৪ বছর বয়সী সাবেক প্রধান মন্ত্রী ম্যানুয়াল ভাল্। এছাড়া প্রায় ১৮ শতাংশ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন সাবেক অর্থ মন্ত্রী আর্নো মন্তবুর্গ যিনি কিনা দ্বিতীয় ধাপের নির্বাচনে বেনোয়া আমোকে সমর্থন করেছেন।
বামপন্থি এই দুই প্রার্থীর নির্বাচনী ইশতেহারে রয়েছে স্পষ্ট পার্থক্য। সার্বজনীন আয়, শ্রম আইন,গাঞ্জা বৈধ করণ, অভিবাসী আইন, রাষ্ট্রপতির মেয়াদ, সংবিধান সংশোধন এবং আরএসআ ইত্যাদি ইস্যুতে দুজনই প্রায় পরস্পর বিপরীত অবস্থানে রয়েছেন। ভোটাররা এই ইস্যু গুলোতে দুই প্রার্থীর স্ব স্ব অবস্থান বিবেচনায় নিয়ে আগামী ২৯ জানুয়ারি তাদের প্রার্থী নির্বাচন করবেন বলে রাজনৈতিক বিশ্লেষকরা ধারণা করছেন।
নিচে দুই প্রার্থীর কিছু উল্লেখ যোগ্য তুলনামূলক প্রস্তাব তিলে ধরা হলঃ
আয়:
বেনোয়া : সকলের একটি সার্বজনীন মৌলিক আয় (৭৫০ইউরো) নির্ধারণ করতে চান।
ম্যানুয়াল : বর্তমান শ্রেণীমূলক আয় বজায় রাখতে চান।
শ্রম আইন:
বেনোয়া : ৩৫ ঘন্টা থেকে ৩২ ঘন্টা করতে চান।
ম্যানুয়াল : বর্তমান ৩৫ ঘন্টায়ই থাকতে চান।
অভিবাসী:
বেনোয়া : অধিক সংখ্যক অভিবাসী নিতে চান এবং অভিবাসীদের জন্য মানবিক ভিসা পদ্ধতি চালু করতে চান এমনকি আশ্রয় প্রার্থীদের আবেদনের দিন হতেই কাজের অনুমতি দিতে চান।
ম্যানুয়াল : অভিবাসী আইনের কোন পরিবর্তন চান না।
গাঁজার বৈধতা:
বেনোয়া : গাঁজার বৈধতা দিতে চান।
ম্যানুয়াল : গাঁজার বৈধতা দিতে চান না।
আরএসআ (RSA):
বেনোয়া : আর এসআ ১০ শতাংশ বৃদ্ধি করে ৬০০ ইউরো করতে চান।
ম্যানুয়াল : বর্তমান নিয়মেই রাখতে চান।
রাষ্ট্রপতির মেয়াদকাল :
বেনোয়া : রাষ্ট্রপতি ৭ বছরের জন্য একবারই নির্বাচিত হবেন।
ম্যানুয়াল : বর্তমান ৫ বছর মেয়াদে দুই বারেই থাকতে চান।
সংবিধান:
বেনোয়া : সংবিধানকে ঢেলে সাজিয়ে ৬ষ্ঠ রিপাবলিক করতে চান।
ম্যানুয়াল : ৫ম রিপাবলিকেই থাকতে চান।
শুধুমাত্র একটি বিষয়ে দুজনের মত একই আর তা হল, স্থানীয় সরকার নির্বাচনে বিদেশীদের(নন ইউ) ভোটাধিকার দিতে চান।
Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো-সংবাদ - France, ব্রেকিং নিউজ, শীর্ষ সংবাদ