• ১০ অগ্রহায়ণ ,১৪৩১,24 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

বাংলার আকুতি ————- সৈয়দ ওলিউর রহমান

| মার্চ 1, 2013 | 0 Comments
বাংলার আকুতি

————- সৈয়দ ওলিউর রহমান

বাংলা ভাষার পক্ষে যখন দাবী তুলা হল,
বাংলাভাষী কেউ করেনি একটু ভিন্নমত।
মাতৃভাষায় কথা বলা আমার অধিকার,
কেন তবে করবে তুমি রক্তে রংগীন পথ।

উর্দু কেন রাষ্ট্রভাষা বাংলা কেন নয় ?
চাপিয়ে দিবে? তা হবেনা, মানবে না কেউ ভাই।
সালাম, বরকত, রফিক, জব্বার করবে না-তো ভয়,
বিদ্রোহের বাণী বড়ই কঠিন কোন রক্ষা নাই।

রাষ্ট্রভাষা বাংলা চাই, মায়ের ভাষায় বলে যাই,
তমদ্দুনের দাবি উঠলো বাংলার সব ঘরে।
আমার ভাইয়ের রক্তে আগুন, জিন্নাহ্‌র বুকে ভয়,
দমাতে মোদের চালালো গুলি, তাজা-প্রাণ গেলো ঝরে।

মোরা নির্ভীক, চির-বিদ্রোহী পরাজয় মানিনি,
আব্দুল মতিন দমেনা কখনও বিজয় ছিনিয়ে নিল।
আহা স্বাধীন ভাষা ! বাংলা আমাদের প্রিয় রাষ্ট্রভাষা,
মাতৃভাষায় কথা বলে বলে উড়ে চলে গাংচিল।

ভাষাার মাসের মর্যাদা দিতে নয় কোনো কৃপণতা,
একুশে-ফেব্রুয়ারী! এমন এক দিন , হল সম্মানিত।
জাতিসংঘের খাতায় উঠলো মাতৃভাষার দিন,
শফিউর-শহীদেরা হাসে, বিজয়ে দু:খ নির্বাপিত।

শপথ চাই দৃপ্ত শপথ! গড়বো বাংলা সংস্কৃতি,
আমদানি নয় রুচিহীন কোনো বিদেশি বাক্যমিল।
বাংলা ভাষায় সমৃদ্ধি পেতে নয় কোনো বিকৃতি,
উঠেছে এ দাবি, বাংলা রক্ষার বিদ্রোহি দাবানল।

Category: শিল্প-সাহিত্য

About the Author ()

Leave a Reply