ফ্রান্সে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় বাংলাদেশীরা ঈদুল আযহা উদযাপন করেন
ইউরোবিডি কমিউনিটি সংবাদ: ফ্রান্সে যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অন্যান্য মুসলিম কমিউনিটির পাশাপাশি বাংলাদেশী মুসলিম কমিউনিটিও ঈদুল আযহা উদযাপন করেছে। কর্ম ব্যস্ত প্রবাস জীবনে ঈদের নামাজই ঈদ উদযাপনের মুল আকর্ষন।
ঊবারভিলিয়ে বাংলাদেশেী জামে মসজিদ, বাংলাদেশ কমিউনিটি মসজিদ এবং মেট্রো হোস জামে মসজিদে বিপুল সংখ্যক বাংলাদেশী মুসলমানরা ঈদের নামাজ আদায় করেন। ঊবারভিলিয়ে বাংলাদেশেী জামে মসজিদে ফ্রান্সের বাংলাদেশে দূতাবাসের কর্মকর্তা, ও বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
ঊবারভিলিয়ে বাংলাদেশেী জামে মসজিদে ,বাংলাদেশী কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টার এবং মেট্রো হোস বাংলাদেশী মসজিদে ঈদের একাধিক জামাত অনুষ্ঠিত হয়। এছাড়াও কর্ম ব্যস্ততা ও সময়ের অভাবে অনেকেই আফ্রিকার বিভিন্ন মুসলিম দেশের কমিউনিটি মসজিদ গুলোতে ঈদুল আযহার নামাজ আদায় করেন।
প্রতিটি মসজিদেই নামাজ শেষে দেশ ও জতির কল্যাণ-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাযাত করা হয় এবং বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করা হয়। বিশেষ করে মায়ানমারে মুসলামনদের উপর নির্যাতন বন্ধের আহ্বান করা হয়।
মোনাযাত শেষে বাংলাদেশীরা একে অপরের সাথে কোলাকুলির মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং পরস্পর কুশল বিনিময় করেন।
Category: Community France, Community news 1st page, Scroll_Head_Line, ইউরোবিডি কমিউনিটি সংবাদ