• ৭ অগ্রহায়ণ ,১৪৩১,22 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

অফি (OFII)এর তথ্য মতে ফ্রান্সে বাংলাদেশী অভিবাসীর পরিসংখ্যান।

| ডিসেম্বর 15, 2017 | 0 Comments

OFII-web (2) কমিউনিটি সংবাদ:

সৈয়দ আবুল হাসান: ২০১৬ সালে OFII তে ২০২৫ জন বাংলাদেশী CIR কন্ট্রাক্ট সই করে, যার মধ্যে ১৫৬৪ জন পুরুষ ও ৪৬১ জন নারী। যা মোট স্বাক্ষরের ১,৯% এবং পুর্বের বছরের তুলনায় ২২,৮% বেশি।

এর অর্থ হলো ২০১৬ সালে ২০২৫ জন বাংলাদশী বৈধতা পায়।২০১৫ সালে এই সংখ্যা ছিল ১৬৪৯ যার মধ্যে পুরুষ ১২৫৩ জন ও নারী ৩৯৬ জন।

২০১৬ সালে ৭৭ জন এবং ২০১৫ সালে ৭৬ জন বাংলাদেশী স্বেচ্ছায় দেশে ফেরৎ যান।

২০১৬ সালে ২০৯ জন এবং ২০১৫ সালে ১১৫ জন বাংলাদেশী পরিবার আনার জন্য OFII তে আবেদন করে। ২০১৬ সালে প্রিফেকচার ৯০ টি সিদ্ধান্ত দেয়, যার মধ্যে ৭১টি অনুকুল ও ১৯টি প্রতিকুল।

২০১৬ সালে OFII তে ২২৩১ জন বাংলাদেশীর ভিজিট মেডিক্যাল হয়, যা মোট সংখ্যার ১,১% । যার মধ্যে পারিবারিক ভিজিট মেডিক্যাল ১৯.৯%, পড়াশুনার জন্য ৫.৩% (দীর্ঘমেয়াদী ষ্টুডেন্ট ভিসা VLS-TS পাসপোর্টে
লাগিয়ে দেয়া হয়, এটা কার্ড নয়), অর্থনৈতিক ৩১.৮%, রাজনৈতিক আশ্রয় ৩২.১% এবং অন্যন্য ১০.৯%  ভিজিট মেডিক্যাল হয়।

Category: Community France, Community news 1st page, Scroll_Head_Line, ইউরোবিডি কমিউনিটি সংবাদ

About the Author ()

Leave a Reply