• ৭ অগ্রহায়ণ ,১৪৩১,22 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

হত্যার রাজধানী “Corsica”- তে তৃতীয় হত্যাকান্ড!

| মার্চ 3, 2013 | 0 Comments

ইউরো সংবাদ:“Corsica”-  নামক স্থানটি ইউরোপের “সৌন্দর্য্য দ্বীপ” হিসেবে বিখ্যাত কিন্তু অনেকেই শুনলে চমকে উঠবেন যে এর অপর নাম “ Capital Of Murder” বা “হত্যার রাজধানী”।

এ বছরের শুরু হতে না হতেই তিনটি হত্যাকান্ড এটাই প্রমাণ করে যে, ভূমধ্যসাগরীয় এ দ্বীপটির হিংস্র খ্যাতি হারানোর সম্ভাবনা একেবারেই কম।

বছরের প্রথম দু’মাসের শেষে, শুক্রবার এ তৃতীয় হত্যাকান্ডটি ঘটে। শুক্রবার, অ্যান্থনি গ্যালিয়ট নামক ৩৮ বছর বয়স্ক এক ব্যাক্তি তৃতীয় হত্যাকান্ডের শিকার হন এবং তিনি ২০০৪ সালে সুইজারল্যান্ডে  সংঘটিত ৬৬৮ কেজি স্বর্ণ ডাকাতির মত দুঃসাহসীক চক্রের মূল হোতা ছিলেন। এ হত্যাকান্ডটি বছরের তৃতীয় হত্যাকান্ড এবং ২০১২ সালে এ ধরনের ২০টি হত্যাকান্ড ঘটে।

অ্যান্থনি শুক্রবার দ্বীপটির দক্ষিণে অবস্থিত Sainte- Lucie de Porto- Viccio এর উপকূলীয় শহরের একটি বারের ছাদে গুলিবিদ্ধ হন।

অ্যান্থনি ক্রিমিনাল আন্ডারওয়াল্ডের একটি অতি পরিচিত মুখ এবং সুইজারল্যান্ডের স্বর্ণলুট মামলায় তাকে দোষী সাব্যস্ত করা হয়।

কিন্তু কোন স্বর্ণ কিংবা নগদ অর্থ উদ্ধার করা সম্ভব হয়নি।

২০০৮ সালে এ শহরের ১০৬ টি হত্যাকান্ডের মধ্যে ৫৪টি হত্যাকান্ডই স্থানীয় মাফিয়া চক্রের সাথে জড়িত ছিল।

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, প্রচ্ছদ, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply