আলাস্কায় ৭.৯ মাত্রার ভূমিকম্পের পর সুনামি সতর্কতা
আন্তর্জাতিক: আলাস্কায় ৭.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হওয়ার পর উত্তর আমেরিকা মহাদেশের পশ্চিম উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় ভোরে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। এরপর সুনামি সতর্কতা দিয়ে উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের উপকূল থেকে সরে যেতে বলা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভূমিকম্পে কোন ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায় নি। ইউএস জিওলোজিক্যাল সার্ভে প্রাথমিকভাবে জানিয়েছিল, ভূমিকম্পের মাত্রা ৮.২।
আলাস্কা ও বৃটিশ কলম্বিয়া এলাকার জন্য জারি করা সতর্কতায় অ্যাঙ্করেজ এলাকার জরুরি পরিস্থিতি ব্যবস্থাপনা কার্যালয় বলেছে, ‘আপনারা যদি উপকূল এলাকায় থেকে থাকেন, তাহলে মূল ভূখণ্ডের ভেতরে সরে যান।
উঁচুস্থানে অবস্থান নিন। সুনামি সতর্কতার অর্থ বড় ধরণের সুনামি হওয়ার আশঙ্কা রয়েছে বা ইতিমধ্যে শুরু হয়ে গেছে।’
বার্তা সংস্থা https://essaysbuy.net/custom-writing-service রয়টার্সের খবরে বলা হয়, মার্কিন পশ্চিম উপকূলজুড়ে সুনামি পর্যবেক্ষণ নির্দেশনা ইস্যু করা হয়েছে। প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার বলেছেন, ‘আমাদের কাছে থাকা সকল তথ্যের ভিত্তিতে বলা যায়, এই ভূমিকম্প থেকে সুনামি সৃষ্টি হতে পারে যা উৎপত্তিস্থল থেকে দূরের উপকূলীয় এলাকাতেও তা-ব চালাতে পারে।’
ওদিকে, জাপানের আবহাওয়া বিভাগ এখনও সুনামি সতর্কতা জারি না করলেও পরিস্থিতি পর্যবেক্ষণে করছে বলে জানিয়েছে।
Category: শীর্ষ সংবাদ