এইডস প্রতিরোধে কন্ডমের মূল্য পরিশোধ করবে সিকিউরিটি সোশ্যাল।
ইউরোবিডি24নিউজ: ফ্রান্স ডেস্ক:
২৭ নভেম্বর এক বিবৃতিতে ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী আনে বুজি ( Agnès Buzyn ) জানিয়েছেন, এইডস প্রতিরোধের অংশ হিসেবে আগামী ১০ ডিসেম্বর থেকে যৌন মিলনে ব্যবহৃত কন্ডমের ( প্রিজারভেটিভ) মূল্য সিকিউরিটি সোশ্যাল বহন করবে।
এক্ষেত্রে একটি মাত্র নির্দিষ্ট কোম্পানি ইডেনকে অনুমোধন করা হয়েছে। যা সম্পূর্ণ ভাবে গাইনোকোলজির নিয়ম মেনে এইডস প্রতিরোধে উপযোগী করে প্রস্তুত করা হবে। যা বাজারে প্রচলিত কন্ডমের তুলনায় প্রায় ৬গুণ কম দামে পাওয়া যাবে এবং যে মূল্যের ৬০শতাংশ সিকিউরিটি সোশ্যাল পরিশোধ করবে।
স্বাস্থ্যমন্ত্রী আরো জানান, ফ্রান্সে বছরে প্রায় ৬ হাজার মানুষ নতুন করে এইডসে আক্রান্ত হচ্ছে । যার মধ্যে ৮০০ থেকে ১০০০ জনের বয়স ২৫ বছরের নিছে যারা তাদের জীবনের প্রথম যৌন মিলনের সময় সঠিক ভাবে কন্ডম বা প্রিজারভেটিভ ব্যবহার করে না।
এই কন্ডম পেতে হলে অবশ্যই একজন গাইনোকোলজি, জেনারালিস্ট অথবা একজন নার্সের প্রেসক্রিপশন লাগবে।
Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, শীর্ষ সংবাদ, হেল্থ ইস্যুজ