• ৯ অগ্রহায়ণ ,১৪৩১,23 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ফ্রান্সের একটি বাংলাদেশী ব্যাচেলর বাসায় ৬/৭ জনের এক সন্ত্রাসী দলের পিস্তলসহ হামলা।

| ফেব্রুয়ারী 3, 2019 | 0 Comments

ইউরোবিডি24নিউজ: কমিউনিটি সংবাদ:

শামসুল ইসলাম, সম্পাদক, ফ্রান্স বাংলা দর্পন: ফ্রান্সের প্যারিসের পার্শ্ববর্তী পখত দ্য পারি এলাকার একটি বাংলাদেশী ব্যাচেলর বাসায় সম্প্রতি ৬/৭ জনের একটি সন্ত্রাসী দল, অস্ত্রসহ (পিস্তল) বাসার দরজা ভেংগে ভেতরে প্রবেশ করে। ১ম কক্ষে তারা দুই জন বর্ডারকে পায়,এবং তাদের বেদড়ক মারপিট করতে থাকে, তারা হাতে থাকা মোবাইল ফোন দিলেও তারা নগদ টাকা দাবী করে!


কিন্তু দুর্ভাগ্যজনক ও যুগপৎ পীড়াদায়ক ব্যাপর হলে এসময় ম্যাছের অন্য রোমে থাকা সদস্যরা তাদের আক্রান্তদের সাহায্যে এগিয়ে না এসে বরং তাদের দরজা শক্ত করে ধরে রাখে যাতে সন্ত্রাসীরা সে রোমে প্রবেশ করতে না পারে। তাদের চিৎকার ও পুলিশ পুলিশ বলে আর্থ নাদের ফলে সন্ত্রাসীরা সামনে পাওয়া দুই জনকে আহত করে পালিয়ে যায়।

এ ঘটনা দুটি দিক থেকে তাৎপর্যপূর্ণ,
১) এতদিন কালোরা, সন্ত্রাসীরা রাস্তায় আলাপরত বাংলাদেশীদের কাছ থেকে মোবাইল, টাকা-পয়সা ছিনতাই করে বা মেরে চলে যেত, এখন তারা টার্গেট করে বাসায় হামলা করছে।
২) আমাদের মনোবল ও মানসিকতা কত নিচে চলে গেছে যে, একই ঘরে থাকা সত্ত্বেও একে অপরের সাহায্য এগিয়ে আসছি না!!

আমরা কর্তাদের দিকে না চেয়ে নিজেদেরও বদলাতে হবে সবার আগে। শিরদাঁড়া সোজা করতে হবে।

কর্তাদের মন্ত্রী হওয়ার আগ পর্যন্ত আমাদের পথ আমাদেরই দেখতে হবে।

Category: Community France, Community news 1st page, Scroll_Head_Line, ইউরোবিডি কমিউনিটি সংবাদ

About the Author ()

Leave a Reply