আফ্রিকাতে ইকবাল হত্যার কিলিং মিশনের সন্দেহভাজন দুই কিলারের ছবি প্রকাশ।
ইউরোবিডি24নিউজ: গতকাল মঙ্গলবার(১২/০২/২০১৯) স্থানীয় সময় আনুমানিক রাত ৯টা ২০ মিনিটে আফ্রিকার জুড়িশিয়াল রাজধানী ফ্রি স্ট্রিট বিভাগের ব্লোয়েমফন্তেইন শহরে কালোরা এক বাংলাদেশীর নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তাকে গুলি করে হত্যা করে।
নিহত বাংলাদেশীর নাম ইকবাল হোসেন। তিনি ফেনী জেলার দাগণভূঞা থানার পৌরসভাধীন আমানুল্লা পুুর গ্রামের বাসিন্দা।

নিহতের ছোট ভাই ইমরান হোসেন সুমন খুনের বিষয়টি নিশ্চিত করেছেন। লাশ হিমঘরে রাখা হয়েছে। যতদ্রুত সম্ভব ইকবালের লাশ পারিবারিক ভাবে দেশে প্রেরণের চেষ্টা চলছে। আফ্রিকাতে বাংলাদেশ দূতাবাস থাকলেও লাশ প্রেরণের কোন সহায়তা পান না বাংলাদেশীরা। এমন কি স্বজনদের অভিযোগ দূতাবাসকে খুনের বিষয়টি জানানোর পরও দূতাবাসের পক্ষথেকে কোন খবরও নেয়া হয় নি।
এদিকে দোকানের সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন দুই কিলারের কিলিং মিশনের ছবি দেখা গেছে। হত্যাকান্ডের পর স্থানীয় থানা কর্তৃপক্ষ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন (Boithuso police station এ মামলা নং ১১৬/০২/২০১৯)।
কিন্তু এসব মামলার কোন সুফল বাংলাদেশীরা কোন দিনই পায়নি। তাই স্থানীয় বাংলাদেশীদের দাবী দূতাবাস কর্তৃপক্ষ নিজে বাদী হয়ে মামলা করলে এসব কিলিং বন্ধ করা যেতে পারে।
এজন্যে ইকবাল হত্যা রহস্য উন্মোচনে দূতাবাসকে বাদী হয়ে মামলা করার দাবী জানিয়েছে স্থানীয় প্রবাসী বাংলাদেশীরা।
Category: 1stpage, Scroll_Head_Line, বিশ্বজুড়ে বাংলা, ব্রেকিং নিউজ, শীর্ষ সংবাদ