মালয়েশিয়ায় ভবনে আগুন, এক বাংলাদেশিসহ ৬ জনের মৃত্যু
ইউরোবিডি24নিউজ: মালয়েশিয়ায় একটি ভবনে আগুন লেগে বাংলাদেশিসহ ৬ জনের মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার ভোরে দেশটির ইপু-পেরাকের একটি ভবনে আগুন লাগে। এতে ঘটনাস্থলেই ধোঁয়ায় শ্বাসকষ্টে ওই প্রাণহানি ঘটে। এ ঘটনায় আরও ২ জন গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন- বাংলাদেশি যুবক জহিরুল ইসলাম (২৭), দুই স্থানীয় যুবক তাই চেই কিন (৩৭) ও লাউ ওয়াই হুং (৩৬) এবং দুই ভিয়েতনামী তরুণী নুগু ইয়েন থী থু ডুং (২১) ও নিউ ইয়েনথী ট্র্যাং (১৯)।
নিহতদের লাশ উদ্ধার করে পেরাকের রাজা পারমাসুরি বাইনুন হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তবে গুরুতর আহত ২ জনের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পেরাক ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক সৈয়দ সাইদন জানান, ভোর ৫টা ৪৯ মিনিটের দিকে এ আগুনের সূত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিস ইউনিট সেখানে পৌঁছে।
সাঈদন জানান, আটতলা ভবনটি পূর্বে একটি অফিস ব্লক ছিল।
পেরাকের ডেপুটি ওসিপিডি সদর মো. নর্দন আব্দুল্লাহ জানান, তারা আগুনের কারণ তদন্ত করছেন।
Category: 1stpage, Scroll_Head_Line, বিশ্বজুড়ে বাংলা, শীর্ষ সংবাদ