যুব ফোরাম দাগণভূঁঞার ২১শের আলোচনা ও লেখক সম্মাননা প্রদান অনুষ্ঠিত
ইউরোবিডি24নিউজ: মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২২ফেব্রুয়ারি শুক্রবার বিকালে যুব ফোরাম দাগনভূঁঞা এর উদ্যোগে আলোচনা সভা ও লেখক সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত লেখক সম্মাননা অনুষ্ঠানে দুইজন লেখককে সংবর্ধনা প্রদান করা হয়। এরা হলেন ‘কালো চাদর’ বইয়ের লেখক ঈদ্রিস রিয়াদ ও ‘স্টাডি অব ই-কমার্স’ এর লেখক মাসুদ আনসারী। আবু সাইদ কামরুজ্জামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ওমর ফারুখ খাঁন।
এছাড়া দাগণভূঁঞা থানার গণ্যমান্য ব্যক্তিবর্গদের মধ্যে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্যানেল মেয়র নজির আহাম্মদ, কালান্তর গোষ্ঠী দাগনভূঁঞা ক্লাবের সাবেক সহ-সভাপতি নাসির মাহমুদ, আতাতুর্ক স্কুলের সাবেক শিক্ষক আব্দুর রহিম স্যার, রুহুল আমিন স্যার, কবি ও লেখক রাজাপুর সিনিয়র মাদ্রাসার প্রভাষক জাহাঙ্গীর, রাজনীতিবিদ নেয়ামত উল্লাহ, সাবেক ছাত্র সংগঠক আবু তৈয়ব শিমুল।
বক্তারা বলেন, এমন মহতি আয়োজন দেশের সমাজ-সংস্কৃতি ও শিল্প-সাহিত্যকে উৎসাহিত করার জন্যে আরো বেশী বেশী করে আয়োজন করা প্রয়োজন।
প্রধান অতিথি তার বক্তব্যে, ৫২র ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে তার বক্তব্য শুরু করেন।
উল্লেখ্য, ইতিমধ্যে ইদ্রিস রিয়াদ ও মাসুদ আনসারীর বই একাধিক জাতীয় বই মেলায় প্রকাশিত হয়েছে।
Category: 1stpage, Scroll_Head_Line, দেশের খবর, প্রচ্ছদ, শিল্প-সাহিত্য