দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় শুক্রবার(৮মার্চ) মুন্সিগঞ্জের মহি উদ্দিন খুন (ইন্নালি…..রাজিউন)।
আফ্রিকার প্রিটোরিয়ার(দূতাবাস এই শহরে অবস্থিত) নিকটবর্তী মামালোডি নামক স্থানে মহি উদ্দিন বেপারী (২৮)নামের একজন প্রবাসি বাংলাদেশী ব্যবসায়ী ডাকাতের গুলিতে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে নিহত হয়েছেন।
গতকাল শুক্রবার রাত আনুমানিক আট টার দিকে এ ঘটনাটি ঘটে।
এ সময় ডাকাতের গুলিতে দোকানে থাকা মহসিন নামের আরেকজন বাংলাদেশী ব্যবসায়ী আহত হয়েছেন।তিনি এখন স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। চিকিৎসক জানিয়েছেন তিনি বর্তমানে আশঙ্কামুক্ত।
নিহত মহিউদ্দিন বেপারীর গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার চরকেওয়ার ইউনিয়ন এর শেয়ার কান্দি (কদমতলী) গ্রামে।
Category: 1stpage, Scroll_Head_Line, প্রচ্ছদ, বিশ্বজুড়ে বাংলা, ব্রেকিং নিউজ, শীর্ষ সংবাদ