• ৮ অগ্রহায়ণ ,১৪৩১,22 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ফ্রান্স আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমদ সেলিমের মৃত্যুতে কমিউনিটিতে গভীর শোক।

| নভেম্বর 26, 2019 | 0 Comments

ফ্রান্স আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ সেলিম ২৪ নভেম্বর রবিবার সকাল ৭:৩০ মিনিটে প্যারিসের একটি হাসপাতাল পিতিয়ে সাল প্লেতিয়ারে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

ইউরোপে বাংলাদেশী রাজনীতির প্রচার প্রসারে যে কয়জন ব্যক্তিত্বের ভূমিকা সবচেয়ে বেশি, তাদের মধ্যে অন্যতম ছিলেন ফ্রান্স আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমদ সেলিম। নিবেদিত প্রাণ মানুষ ছিলেন তিনি। শুধুই আওয়ামী রাজনীতি তার পরিচয় ছিলোনা তিনি কমিউনটির জন্য ছিলেন একজন অভিবাবক।

তার মৃত্যুতে ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটি হারালো একজন নেতা ও অভিভাবককে।

রাজনৈতিক জীবনে ফ্রান্স আওয়ামী লীগের চার বারের সভাপতি ছিলেন তিনি। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন ছিলেন তিনি। সর্বশেষ দলীয় সভানেত্রী শেখ হাসিনা নিজেই তাকে সভাপতি করেছিলেন ।

মনে প্রাণে এবং বিশ্বাসে তিনি বঙ্গবন্ধুর একজন সৈনিক ছিলেন । দেশের জন্য ছিল গভীর ভালোবাসা।

সর্বশেষ ফ্রান্সের বৃহত্তম শহরে লিওনে আওয়ামী লীগ এর কাউন্সিল করেন , মূলত লিওন থেকে ফিরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন প্রবীণ এ নেতা।গত ৩১ অক্টোবর ২০১৯ মঙ্গল বার রাত ৪ টায় অসুস্থ হয়ে প্যারিসের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ২৪ নভেম্বর রবিবার সকাল ৭:৩০ মিনিটে প্যারিসের হাসপাতাল পিতিয়ে সাল প্লেতিয়ারে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি মরহুম বেনজীর আহমদ সেলিমের জানাজা, ২৬ নভেম্বর রোজ মঙ্গলবার
প্রথম জানাজা:
Hopital Robert Ballanger প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
ঠিকানা : Hopital Robert Ballanger – 93600 AULNAY-SOUS-BOIS
যাতায়াত: RER B stop Sevran-Beaudottes.
station: Sevran-Beaudottes
বাস n ° 147, 15A, 15, 607A, 607B, 1, 618, 45, 634
stop at the stations Hospital or station of Sevran-Beaudottes.

দ্বিতীয় জানাজা :
দুপুর একটার সময় (বাদ জোহর)বাংলাদেশ জামে মসজিদ ওভারভিলিয়ে তে অনুষ্ঠিত হবে:
ঠিকানা : 6 Rue Guyard delalin,93300 Aubervilliers.
যাতায়াত : মেট্রো লাইন ৭, মেট্রো স্টেশন : Aubervilliers Quatre Chemin Pantin.
বাস: ১৫০ ,১৭০ , স্টপেজ : Andre Karman.

বেনজির আহমদ সেলিম কুমিল্লা জেলার তিতাস উপজেলায় জন্মগ্রহন করেন । মাত্র ১৭ বছর বয়সে তিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেন । জীবিকার প্রয়োজনে প্রথমে জার্মান ও পরে ফ্রান্স আসেন । ১৯৭৭ সালে তিনি জার্মান আওয়ামী লীগের দফতর সম্পাদক হন। স্থায়ী বসবাসের জন্য ১৯৮৩ সালে ফ্রান্সে আসেন তিনি । ১৯৮৭ সালে ফ্রান্স আওয়ামী লীগ গঠন হলে তিনি সহ সভাপতি নির্বাচিত হন ।তিনি ৪ বার ফ্রান্স আওয়ামী লীগে সভাপতি নির্বাচিত হন।

বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ সেলিমের মৃত্যুতে ইউরোপ জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Category: 1stpage, Community France, Community news 1st page, Scroll_Head_Line, ইউরোবিডি কমিউনিটি সংবাদ

About the Author ()

Leave a Reply