২০২৩ সালের জানুয়ারি থেকে “ক্রিট এয়ার-৩” গাড়ি চলাচলে অটোরুট এ৮৬ তে বিধিনিষেধ
মেট্রোপলিটন বিগ প্যারিসে যানবাহনের কার্বনডাইঅক্সাইড নির্গমন হার জিরোতে আনার পরিকল্পনার ৩য় ধাপের অংশ হিসেবে “ক্রিট এয়ার ৩” ক্যাটাগরির গাড়ি গুলো ২০২৩ সালের প্রথম থেকে ইল্য দো ফ্রঁসের প্যারিস কানেক্টিভিটির অন্যতম হাইওয়ে এ৮৬ অটোরুটে চলাচলের ক্ষেত্রে বিধিনিষেধ কার্যকর হবে। পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী এ বিধিনিষেধ ২০২২ সালের জুলাই মাস থেকে কার্যকরের কথা থাকলেও কর্তৃপক্ষ তা আরও ছয় মাস পিছিয়ে ২০২৩ সালের জানুয়ারি থেকে কার্যকরের নতুন সিদ্ধান্ত নিয়েছে। তবে সোম থেকে শুক্রবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এই বিধিনিষেধ বলবত থাকবে। শনি রবি এবং ছুটির দিন গুলোতে এই বিধিনিষেধ থাকবে না। কিন্তু ভারী যানবাহন, অটোবাস এবং অটোকার সপ্তাহের সাত দিনই সকাল ৮টা থেকে রাত ৮ টা পর্যন্ত এই বিধিনিষেধের আওতায় থাকবে।
“ক্রিট এয়ার ৩” এর গাড়ি গুলো হলোঃ
ডিজেল চালিতঃ
চার চাকার হালকা যান-২০১১ সালের ১ জানুয়ারির আগে নিবন্ধিত।
ভারী যানবাহন -২০১৪ সালের ১ জানুয়ারির আগে নিবন্ধিত।
এসন্স চালিতঃ
চার চাকার হালকা যান-২০০৬ সালের ১ জানুয়ারির আগে নিবন্ধিত।
ভারী যানবাহন -২০০৯ সালের ১ অক্টোবরের আগে নিবন্ধিত।
দুই চাকার মোটরসাইকেল – ২০০৭ সালের ১ জানুয়ারির আগে নিবন্ধিত।
Category: Community France, Community news 1st page, Scroll_Head_Line, ইউরো-সংবাদ - France, ইউরোবিডি কমিউনিটি সংবাদ