• ১৪ মাঘ ,১৪৩১,28 Jan ,2025
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

মহান বিজয়ের ৫০ বছরঃ রক্তে ভেজা অশ্রু সিক্ত শুভেচ্ছা।

| ডিসেম্বর 16, 2021 | 0 Comments

আজ মহান বিজয়ের ৫০ বছরঃ
এই অর্জন বড় কষ্টের, এই অর্জন তীব্র বেদনার।
আমি বা আমার প্রজন্ম অর্থাৎ আমরা যারা মুক্তিযুদ্ধের পরের প্রজন্ম তারা মুক্তিযুদ্ধ দেখিনি। কিন্তু যুদ্ধের ইতিহাস প্রতিটি ঘটনা আমার রক্তে মিশে আছে। তাইতো আমার অস্তিত্ব অনুভব করার সাথে সাথেই টের পাই আমার স্বাধীনতা, আমার স্বাধীনতা সংগ্রাম। এই স্বাধীনতা আনতে গিয়ে যত মায়ের বুক খালি হয়েছে, যত পিতার কাঁধে উঠেছে সন্তানের লাশ, তাদের আহাজারী আর দীর্ঘশ্বাস যখন আমি অনুভব করি তখন বিজয়ের স্বাদ নিতে বড় কষ্ট হয়।

আমার লাজুক বোনের নিস্তব্ধ মুখখানি যখন আমার মনে পড়ে স্বাধীনতা আমাকে কাঁদায়। এক নদী রক্ত যখন আমার চোখে ভেসে ওঠে স্বাধীন পদ্মা-মেঘনা-যমুনায় স্নান করতে ‍আমি শিউরে উঠি।

তাই বিজয়ের মাসে হৃদয়ের সমস্ত ভালবাসা উজাড় করে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহীদ, মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের। যারা আমার মাকে মুক্ত করেছে, আমাকে স্বাধীন সবুজ ধান ক্ষেতে দাড়িয়ে নিঃশ্বাস নেয়ার সুযোগ করে দিয়েছে, যারা আমাকে একটি মানচিত্র আর আমার প্রিয় লাল-সবুজ পতাকা এনে দিয়েছে, তাদের ঋণ কভু শেষ হবে না, হবার নয়। শুধু মুক্তিযুদ্ধের পরের প্রজন্ম হিসাবে তাদের স্যালুট জানাই।
সবাইকে মহান বিজয়ের ৫০ বছর পূর্তিতে রক্তে ভেজা অশ্রু সিক্ত শুভেচ্ছা।
——–ইমরান মাহমুদ, সম্পাদক, ইউরোবিডি24নিউজ।

Category: Community France, Community news 1st page, Scroll_Head_Line, সম্পাদকীয়

About the Author ()

Leave a Reply