• ৭ অগ্রহায়ণ ,১৪৩১,22 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

প্রবাসীদের পাসপোর্ট সমস্যা সমাধানের জন্য জাতীয় প্রেসক্লাব ঢাকায় প্রবাসী সাংবাদিকদের সাংবাদিক সম্মেলন

| ফেব্রুয়ারী 19, 2022 | 0 Comments

প্রায় ১০ হাজার ইউরোপ প্রবাসী বাংলাদেশিকে পাসপোর্ট প্রদানের দাবিতে শনিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সাংবাদিক অনুষ্ঠিত হয়।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলা প্রেস ক্লাব ইতালির সভাপতি ও অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য শাওন আহমেদ।
সাংবাদিক সম্মেলনে বলা হয়,ইউরোপের বিভিন্ন দেশে বসবাসকারী প্রায় ১০ হাজার অবৈধ বাংলাদেশী অভিবাসী পাসপোর্টে না পাবার কারণে বৈধতা থেকে বঞ্চিত হচ্ছেন।বাংলাদেশিরা ইউরোপে প্রবেশকালে নাম ঠিকানা জন্ম তারিখ এমনকি ধর্ম পরিবর্তন করে থাকে। ফলে তারা পাসপোর্টে পরিবর্তন করতে পারছেনা। সরকার আগামী ২৮ এপ্রিলের পর আর কোনো পরিবর্তনের আবেদন গ্রহণ করবে না বলে ইতালিতে নিযুক্ত রাষ্ট্রদূত মোঃ শামীম আহসানের বরাত দিয়ে জানানো হয়। এসকল বাংলাদেশীকে মানবিক দৃষ্টিতে পাসপোর্ট পরিবর্তনের সুযোগ দানের জন্য প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানানো হয় এই সাংবাদিক সম্মেলন থেকে। সাংবাদিক সম্মেলনে অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের সহ-সভাপতি ফেরদৌস করিম আখঞ্জী, নির্বাহী কমিটির সদস্য মাহবুব আলম প্রধান, ইতালির কমিউনিটির নেতা নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে শাওন আহ্মেদ আরো জানান, বাংলাদেশ থেকে লিবিয়া হয়ে বহু টাকার বিনিময় ভূমধ্য সাগর পাড়ি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন বাংলাদেশিরা ইউরোপে পাড়ি জমানোর চেষ্টা করছে। তাদের মধ্যে অনেকের সলিল সমাধি ঘটছে ভূমধ্যসাগরে।
বেশ কিছু এনজিওর উদ্ধারকারী জাহাজ বাংলাদেশিসহ বিদেশী অবৈধ শরণার্থীদের উদ্ধার করে ইতালির সিসিলি দ্বীপের লাম্পেদুসা সমুদ্রবন্দরে নিয়ে যায়। কখনো কখনো তাদেরকে তীরে নামার অনুমতি দিলেও অধিকাংশ সময়ে দিনের-পর-দিন এ সকল জাহাজে অভিবাসীদের অবস্থান করতে হয়।সাংবাদিক সম্মেলনে বলা হয়, ২০২০ সালে ইতালিতে মোট অবৈধ শরণার্থী প্রবেশ করেছে,৪ হাজার ৮০ জন, যার মধ্যে বাংলাদেশের রয়েছেন ৯০৪ জন। এছাড়া ২০২১ সালে ইতালিতে অবৈধ শরণার্থী প্রবেশ করেছে ৬৭ হাজার ৪০ জন-যার মধ্যে বাংলাদেশি রয়েছেন ৭ হাজার ৮২৪ জন। এসকল শরণার্থীকে রাখা হয় শেল্টার হোমে।এই ১০ হাজার প্রবাসী বাংলাদেশকে পাসপোর্ট প্রদানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে পাসপোর্ট পরিবর্তনের বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ জানানো হয়।অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাব প্রবাসীদের এই সমস্যার সমাধানে পররাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীরও হস্তক্ষেপ কামনা করেছে। ধন্যবাদ, প্রিয় সহকর্মী দের এরকম একে একে সবাই এগিয়ে আসলে সমাধানের পথে এগিয়ে যাবে সরকার। প্রবাসীদের পাশে সব সংগঠন & সব সাংবাদিকদের দাঁড়াতে হবে।ইতিমধ্যে বাংলাদেশে আরও বেশ কয়েকটি সংগঠন প্রবাসীদের নানান দাবি নিয়ে প্রোগ্রাম করেছে আরো করার উদ্যোগ নিচ্ছে ।প্রবাসীদের পাশে সবাই দাঁড়াতে চায়।#AmcRumel#

Category: 1stpage, Scroll_Head_Line, প্রচ্ছদ

About the Author ()

Leave a Reply