• ১০ অগ্রহায়ণ ,১৪৩১,24 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

নারী দিবসে ইউনেস্কোর সদর দপ্তরে সেমিনারে বিবি রাসেল

| মার্চ 8, 2013 | 0 Comments

নারী দিবসে ইউনেস্কোর সেমিনারে বিবি রাসেল (মাঝে)

ইউরোবিডি সংবাদ: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে ফ্রান্সের প্যারিসে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয়ক  সংস্থা ইউনেস্কোর সদর দপ্তরে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।সেমিনারে অংশ নেন বাংলাদেশের আলোকিত নারী ইউনেস্কোর অ্যাম্বাসডর ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল।এছাড়াও আরো উপস্থিত ছিলেন ইউনেস্কোর বাংলাদেশ বিষয়ক সাবেক চীপ ভোলমান, ইউনেস্কোর ডিরেক্টর জেছমিনা সোবাপা, রীম সালে সহ আরো অনেকে ।আগত নারীদের ফ্যাশন ডিজাইন এবং নারী আত্বকর্মসংস্থানে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিবি রাসেল।অনুষ্ঠানে বিবি রাসেলের উপর একটি ভিডিও চিত্র প্রদর্শিত হয়।

Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply