• ৭ অগ্রহায়ণ ,১৪৩১,21 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

বাংলাদেশ দূতাবাস প্যারিসের ঐতিহাসিক ৭ই মার্চের ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত।

| মার্চ 8, 2022 | 0 Comments


ফ্রান্সস্থ বাংলাদেশ দূতাবাস কর্তৃক আয়োজিত ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে জুম ভার্চুয়াল আলোচনা সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। সভাটি সঞ্চালনা করেন দূতাবাসের দ্বিতীয় সচিব ওয়ালিদ বিন কাশেম। দূতাবাসের প্রথম সচিব এস এম মাহবুবুল আলম দিবসটি উপলক্ষে মাননীয় রাষ্ট্রপতির দেয়া বাণী পাঠ করেন। দিবসটি উপলক্ষে দেয়া মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাস কর্মকর্তা দিলারা বেগম। সভায় ঐতিহাসিক ৭ই মার্চে দেয়া বঙ্গবন্ধুর ভাষণের উপর নির্মিত একটি বিশেষ ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এছাড়া ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের পটভূমির উপর বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেম এবং ফ্রান্স আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আবুল কাশেম। ভার্চুয়াল আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামীলীগের সহ-সভাপতি ওয়াহিদ ভার তাহের সহ আরও অনেকেই। ইউরোবিডি24নিউজের সম্পাদক ইমরান মাহমুদ ও নবকন্ঠের সম্পাদক আবু তাহির সহ আরও অনেক সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। মান্যবর রাষ্ট্রদূতের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে ভার্চুয়াল আলোচনা সভাটির সমাপ্তি হয়।

ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহা ঐতিহাসিক ৭ই মার্চের ভার্চুয়াল সভায় বক্তব্য রাখছেন।

Category: 1stpage, Community France, Community news 1st page, Scroll_Head_Line, ইউরোবিডি কমিউনিটি সংবাদ, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply