প্যারিসে জয় বাংলা উৎসবে সঙ্গীত পরিবেশন করবেন “শিরোনামহীন ব্যান্ড” ৩১ মার্চ বিকাল ৪টা ৩০ মিনিটে।
জয় বাংলা উৎসব ২০২২ঃ
প্রিয় সুধী , মহান স্বাধীনতা ও জাতীয় দিবস – এর ৫১ তম বার্ষিকী উপলক্ষ্যে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশীদের উদ্যোগে এবং বাংলাদেশ দূতাবাস , প্যারিস এর সহযোগিতায় বাংলাদেশ থেকে আগত “শিরোনামহীন ব্যান্ড “ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় আগামি ৩১ মার্চ ২০২২ তারিখ , বৃহস্পতিবার “জয় বাংলা” উৎসব আয়োজন করা হয়েছে । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত জনাব খন্দকার এম তালহা । এই উৎসবে আপনারা সবান্ধবে আমন্ত্রিত । সহযোগিতায় : বাংলাদেশ দূতাবাস ফ্রান্স, প্যারিস। আমন্ত্রণে ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশীবৃন্দ। সময় : ১৬ঃ৩০। স্থান : 52 rue Torcy , Paris 75018, Metro marxdormoy.
Category: Community France, Community news 1st page, Scroll_Head_Line, ইউরোবিডি কমিউনিটি সংবাদ