• ১০ অগ্রহায়ণ ,১৪৩১,24 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ব্রিটেনের ইউরোপিয়ান অভিবাসী ঠেকানো নীতি, ব্রাসেলসের আপত্তি

| মার্চ 9, 2013 | 0 Comments

যুক্তরাজ্য : ইউরোপিয়ান নাগরিকদের ব্রিটেনে আগমন এবং বেনিফিট দাবি থেকে বিরত রাখার যে প্রচেষ্টা শুরু করেছে ইউকে সরকার, তা নানামুখী সঙ্কটে পড়েছে বলে স্বীকার করেছেন ওয়ার্ক এন্ড পেনশন সেক্রেটারি ডানকান স্মিথ।

পার্লামেন্ট সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেছেন, ইউরোপিয়ান ইকোনোমিক এরিয়া থেকে আগত অভিবাসীদের জন্যে ব্রিটেনে বসবাস করা এবং বেনিফিট দাবি করাটা খুব সহজ প্রক্রিয়া। এজন্য ব্রিটেনে বসবাসের প্রমাণপত্রই যথেষ্ট।

তিনি জানান, ব্রিটিশ সরকার এই প্রক্রিয়াকে কঠিনতর করার জন্যে চেষ্টা করছে। কিন্তু ব্রাসেলস থেকে এ ব্যাপারে শক্ত আপত্তি আসছে।

এরই মধ্যে সরকার অবশ্য বিশেষ একটি পদক্ষেপ নেয়া শুরু করেছে। কাউন্সিলগুলো যাদেরকে সোশ্যাল হাউজিং দিচ্ছে, তাদের একটি তালিকা প্রণয়নের কাজ করতে বলা হয়েছে সংশ্লিষ্ট কাউন্সিলগুলোকে। একই সঙ্গে জেনারেল প্র্যাকটিশনারদেরকে একটি নির্দেশনা দেয়া হবে, যাতে করে তারা নির্দিষ্ট কিছু অভিবাসীকে বিনামূল্যে সেবা প্রদান থেকে বিরত থাকতে পারেন।

উল্লেখ্য, ২০১৩ শেষ হলে রোমানিয়া এবং বুলগেরিয়া থেকে ২৫০,০০০ লোক ব্রিটেনে অভিবাসী হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র:  ইউকেবিডি নিউজ

Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ -UK, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply