ইয়ায়েল ব্রুন-পিভে ফ্রান্সের সংসদীয় ইতিহাসের ১ম নারী সভাপতি নির্বাচিত হয়েছেন।
ইয়ায়েল ব্রুন-পিভে ফ্রান্সের সংসদীয় ইতিহাসের ১ম নারী সভাপতি নির্বাচিত হয়েছেনঃ
ফ্রান্সের ৫ম রিপাবলিকের ১৬তম সংসদের সভাপতি নির্বাচনে ২৮জুন মঙ্গলবার ১ম অধিবেশনের প্রথম কার্যদিবসে সংসদ সদস্যরা ইতিমধ্যে ১ম পর্বের ভোট দিয়েছেন। এতে ২৩৮ ভোট পেয়ে প্রথম স্থানে অবস্থান করছেন ম্যাক্রো সরকারের দ্বীপাঞ্চল বিষয়ক মন্ত্রী ইয়ায়েল ব্রুন-পিভে। নিকটতম প্রতিদ্বন্দ্বী বাম জোটের ফাতিয়া হাশি পেয়েছেন ১৪৬ ভোট। আরএনের সেভাস্টিয়াঁ পেয়েছেন ৯০ ভোট, রিপাবলিকান দলের আনি জেনেভার্দ ৬১ ভোট পেয়েছেন। ২য় পর্বে একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ১৬তম সংসদের সভাপতি নির্বাচিত হয়েছেন ইয়ায়েল ব্রুন-পিভে। যিনি ফ্রান্সের ইতিহাসে প্রথম নারী সভাপতি হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন।
মারিন লো পেন যে এ্যামানুয়াল ম্যাক্রোঁর সাথে কোয়ালিশন করতে পারেন তা ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে!
মারিন লো পেনের নেতৃত্বাধীন “জাতীয় ঐক্যজোট” রাষ্ট্রপতি ম্যাক্রোঁর নেতৃত্বাধীন “রাষ্ট্রপতি নির্বাচনী সংখ্যা গরিষ্ঠ ঐক্যজোট” এর সাথে কোয়ালিশন করতে পারেন এমন গুঞ্জন শোনা যাচ্ছিলো সংসদীয় নির্বাচনে ম্যাক্রোঁর নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা হারানোর পর থেকে। গত সপ্তাহে ম্যাক্রোঁ- মারিন বৈঠকের পর বিষয়টি সামনে চলে আসে। ১৬তম সংসদের ১ম অধিবেশনের ১ম দিন জাতীয় সংসদের সভাপতি নির্বাচনে ম্যাক্রোঁর প্রার্থীকে জেতাতে ২য় রাউন্ডে মারিন লো পেন তার আরএনের প্রার্থীকে প্রত্যাহার করে কোয়ালিশনের বিষয়টিকে আরও স্পষ্ট করলেন। আরএন প্রার্থী প্রত্যাহার করায় জঁ ল্যুক মেলানশঁ আরএনের সমালোচনা করে বলেছেন, আরএনই আঁতাত করে অঁ মার্শ প্রার্থীকে জিতিয়েছে।
Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, ফ্রান্স, ফ্রান্স, শীর্ষ সংবাদ