২৫ হাজার নেতার জীবন বিশ্লেষণ করে যা জানা গেল
বহুকাল আগেই ‘প্যাথোস’ শব্দটিকে অনুপ্রেরণার একটি অনবদ্য অংশ হিসেবে দাবি করেছিলেন অ্যারিস্টটল। দর্শন অনুযায়ী, ‘প্যাথোস’ এমন এক উদ্দেশ্যমূলক আহ্বান, যার মধ্য দিয়ে মানুষের মধ্যে প্রবল অনুভূতির উদ্রেক করা যায়। হাজার বছর আগেই অ্যারিস্টটল বুঝেছিলেন, মানুষকে কোনো কাজে অনুপ্রাণিত করতে মানবিক সম্পর্কটাই সবচেয়ে বেশি অবদান রাখে। যুক্তিবিদ্যা আমাদের ভাবিয়ে তোলে, কিন্তু দিন শেষে আবেগের জোরেই আমরা চলি।
আশপাশের মানুষজনকে যদি অনুপ্রাণিত করতে চান, তবে আবেগগুলোয় একটু টোকা দিলেই হয়তো আশানুরূপ ফল পেয়ে যাবেন। ২০০৯ সালে দ্য ইন্সপায়ারিং লিডার বইটির জন্য প্রায় ২৫ হাজার নেতার জীবন বিশ্লেষণ করা হয়। সেই দলের শীর্ষ ১০ শতাংশের মধ্যেই একটা অদ্ভুত মিল ছিল—তাঁরা সবাই ছিলেন দৃঢ় সম্পর্ক স্থাপনে অত্যন্ত পারদর্শী, হোক তা ব্যক্তিগত জীবনে বা কর্মজীবনে।
Category: 1stpage, Scroll_Head_Line, প্রচ্ছদ, শীর্ষ সংবাদ