• ৮ অগ্রহায়ণ ,১৪৩১,23 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

সিলেটের বন্যার্তদের পাশে ফ্রান্সের স্বরলিপি শিল্পীগোষ্ঠী

| আগস্ট 2, 2022 | 0 Comments

স্মরণকালের ভয়াবহ বন্যায় সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে সিলেটের বিভিন্ন এলাকার অনেক পরিবার। এবার বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে ফ্রান্সের সাংস্কৃতিক সংগঠন স্বরলিপি শিল্পীগোষ্ঠী। খাদ্য সামগ্রীসহ বিভিন্ন ত্রাণ নিয়ে তাই বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে ফ্রান্সের এ সাংস্কৃতিক সংগঠনটি।

স্বরলিপির উদ্যোগে সিলেট, সুনামগঞ্জ ও বড়লেখার পর এবার কুলাউড়া পৌরসভার শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেয়া হয়। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ। 

সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, দেশের যে কোনো দুর্যোগে সব সময়ই প্রবাসীরা দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। 

অসহায় বন্যার্তদের পাশে দাঁড়ানোয় ফ্রান্সের স্বরলিপি শিল্পীগোষ্ঠীসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি। 

ফ্রান্সে প্রতি বছর এ সাংস্কৃতিক সংগঠনটি উৎসবের আয়োজন করে থাকে। তবে এবার দেশে ভয়াবহ বন্যা দেখা দেয়ায় সেই উৎসব বাতিল করে তার অর্থ বন্যার্তদের মাঝে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়, যা বিভিন্ন মহলে প্রশংসা কুড়ায়। 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, সাংবাদিক এইচ ডি রুবেল, কুলাউড়া সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান প্রমুখ। ত্রাণ বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করে‌ কুলাউড়া পৌরসভা ও মিডিয়া পার্টনার কুলাউড়া ক্রীড়াঙ্গন পরিবার।

Category: Community France, Community news 1st page, Scroll_Head_Line, ইউরোবিডি কমিউনিটি সংবাদ

About the Author ()

Leave a Reply