• ৯ অগ্রহায়ণ ,১৪৩১,24 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

সুইডেন আওয়ামীলীগের নামে বিভ্রান্তি মুলোক বিবৃতির প্রতিবাদ

| মার্চ 10, 2013 | 0 Comments

নিচে সুইডেন আওয়ামীলীগের দপ্তর সম্পাদকের পাঠানো বিবৃতি হুবহু প্রকাশ করা হল:

 

 

গত ৬ই মার্চ , সুইডেন আওয়ামীলীগের সভাপতি নামে জৈনক মঞ্জুরুল হাসানের যুদ্ধাপরাধীদের বিচারকে কেন্দ্র করে উদ্ভুদ পরিস্থিতিতে গভীর উদ্বেগ সুইডেন আওয়ামীলীগের,শিরোনামে একটি বিবৃতি আমাদের দৃষ্টিগোচর হয় । আমরা বিবৃতিটি দেখে, অত্যান্ত ক্ষুব্ধ ও মর্মাহত হয়েছি । আমরা দৃঢ়তার সাথে বলতে চাই, বাংলাদেশে বিএনপি জামাত শিবিরের সন্ত্রাসী কর্মকাণ্ডের দাঁতভাঙ্গা জবাব দিচ্ছে আমাদের পুলিশসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী । দেশে বিএনপি জামাত সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী যতোই অরাজকতার চেষ্টা করুক না ক্যান, জননেত্রী শেখ হাসিনা সরকার তা জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ করছে । দেশ পুরোপুরি গণতান্ত্রিক মহাজোট সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে । সারাদেশে ইতিমধ্যে জনতার প্রতিরোধে বিএনপি জামাতের সন্ত্রাসীরা পালিয়ে যেতে শুরু করেছে ।

আমরা দ্যার্থহীণভাবে জানাচ্ছি যে, জননেত্রী শেখ হাসিনার মনোনীত এবং সর্ব ইউরোপিয়ান আওয়ামীলীগের সভাপতি শ্রী অনিল দাশ গুপ্ত ও সাধারন সম্পাদক এম এ গনি কর্তৃক সুইডেন আওয়ামীলীগের অনুমোদিত কমিটির সভাপতি জনাব গোলাম আম্বিয়া ঝন্টু এবং সাধারন সম্পাদক জনাব জাহাঙ্গীর কবীর ।

ঝন্টু জাহাঙ্গীর অনুমোদিত কমিটির বাহিরে  সুইডেন আওয়ামীলীগের নামে কারো বিবৃতি দেয়ার  অধিকার নেই, আবার ওই বিবৃতির দায় দায়িত্বও সুইডেন আওয়ামীলীগ বহন করবে না । তাই জৈনক মঞ্জুরুল হাসানের বিবৃতিতে বিভ্রান্ত না হওয়ার আহবান জানিয়েছে সংগঠনের সভাপতি জনাব  গোলাম আম্বিয়া ঝন্টু এবং সাধারন সম্পাদক জনাব জাহাঙ্গীর কবীর ।

নেতৃদ্বয় এক যুক্ত বিবৃতিতে বলেন, মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ আওয়ামীলীগের দুর্দিনের পরীক্ষিত একজন পাহারাদার। আজ যিনি তার সমালোচনা করেন তখন  জৈনক মঞ্জুরুল হাসানকে খুজেও পাওয়া যায়নি । বাংলাদেশে এমন কি হয়েছে যে, সংসদ ভেঙ্গে দিতে হবে! দলের ভীতর শুভাকাংখী সেজে সব সময়ে সরকারী দলের লোকদের থেকে সকলকে সতর্ক থাকার আহবান জানান নেতৃদ্বয় ।

জৈনক মঞ্জুরুল হাসানের এই ধরনের মিথ্যা,বিভ্রান্ত মুলোক বিবৃতির প্রতিবাদ জানিয়ে নেতৃদ্বয় , সুইডেন আওয়ামীলীগের নামে যেকোন বিবৃতি দানে বিরত থাকার আহবান জানান, একই সাথে উক্ত বিবৃতিতে  সুইডেন আওয়ামীলীগের কোন সংশ্লিষ্টতা নেই বলে জানান ।

 দপ্তর সম্পাদক

সুইডেন আওয়ামীলীগ    

Category: Community news 1st page, Scroll_Head_Line, ইউরোবিডি কমিউনিটি সংবাদ

About the Author ()

Leave a Reply