ফ্রান্সের ইমামদের সাথে ইস্রায়েলের প্রেসিডেন্ট সেমন পেরেসের সাক্ষাত


পেরেস ইমামদের বলেন- “তুলুস ছিলো একটি টার্নিং পয়েন্ট।” তিনি আরো বলেন-” যে লোকটি হত্যাকান্ড ঘটিয়েছে সে তার অপরাধের লুকায়িত চেহারা প্রদর্শন করেছে।”
ডন্সি মসজিদের ইমাম এবং ফ্রান্সে মুসলিম ও জুইশ কমিউনিটির মধ্যে পারস্পারিক সম্পর্কের উন্নয়নের অন্যতম নেতা হাসেন ছালগোমী ইমামদের পক্ষ থেকে সভায় প্রতিনিধিত্ব করেন।
তিনি পেরেসকে বলেন-” মেহরার এই হত্যাকান্ড আমাদের সকলের জন্য লোম হর্ষক। কারণ সে জুইশ হত্যা করার পূর্বে মুসলিমও হত্যা করেছে।”
তিনি বলেন -“আমাদের প্রতিদিনের যুদ্ধ মৌলবাদ এবং অপরাধের বিরুদ্ধে। ফ্রান্স মুসলিম কমিউনিটি প্রায় মৌলবাদের শিকার হয়। তিনি আরও বলেন-” ফ্রান্সের ইমামদের নিকট মানুষের জীবন মক্কার চেয়েও গুরুত্বপূর্ণ।”
ফ্রান্স ইউরোপের সবচেয়ে মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশ যেখানে প্রায় ৫০ লক্ষ মুসলমানের বসবাস। ছালগোমী বলেন- “এই দেশে সন্ত্রাসবাদ বৃদ্ধির জন্য কোনভাবেই মুসলিম কমিউনিটি দায়ী নয়, তবে শান্তির দূত হিসাবে কাজ করা আমাদের দায়িত্ব।”
সভায় পেরেস ইমামদের প্রসংশা করেন এবং বলেন, ২০১২ সালে ইস্রায়েল ভ্রমণ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইমামদের অবস্থান তাকে অভিভূত করেছে, যে সন্ত্রাসবাদ শুধু জুইশদের বিরুদ্ধে না, তাদের নিজেদের কমিউনিটির বিরুদ্ধেও।
Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, শীর্ষ সংবাদ