প্যারিসে শিল্পী মৌসুমী চক্রবর্তীর মিউজিক ভিড়িওর প্রিমিয়ার শো অনুষ্ঠিত।

প্যারিস, ফ্রান্সঃ ১৩ নভেম্বর রবিবার সন্ধ্যায় প্যারিসে আনুষ্ঠানিক ভাবে মুক্তি পেলো ইউরোপের জনপ্রিয় ক্লাসিক্যাল, রবীন্দ্র ও নজরুল সংগীত শিল্পী মৌসুমী চক্রবর্তীর একক মিউজিক ভিড়িও। অতুল প্রসাদ সেনের সুর ও সংগীতে “যাব না যাব না যাব না ঘরে….” শিরোনামে কালজয়ী এ গানে কন্ঠ দিয়েছেন মৌসুমী চক্রবর্তী।
তরুণ মিউজিক ভিড়িও ডিরেক্টর রাকিবুল ইসলামের পরিচালনায় এ গানে মডেল হিসেবেও পর্দায় দেখা গেছে গুণীশিল্পী মৌসুমী চক্রবর্তীকে। প্যারিসের বিভিন্ন দৃষ্টি নন্দন লোকেশনে চিত্রায়িত হয়েছে মিউজিক ভিড়িওটি।
মিউজিক ভিড়িওটির প্রিমিয়ার শোতে উপস্থিত সকলে শিল্পী মৌসুমী চক্রবর্তীর গান এবং মিউজিক ভিড়িওর ভুয়সী প্রশংসা করেন।
গানটি পাওয়া যাচ্ছে BD HuB নামক ইউটিউব চ্যানেলে।
লিংকঃ https://youtu.be/0MUhLBfly4U
Category: 1stpage, Community France, Community news 1st page, Scroll_Head_Line, ইউরোবিডি কমিউনিটি সংবাদ, শিল্প-সাহিত্য